সর্বশেষ পাঁচ বছর আগে সুপারম্যান হয়ে ধরা দিয়েছিলেন এই অভিনেতা।
Published : 26 Oct 2022, 11:38 PM
শেষ ২০১৭ সালে সুপারম্যান হয়ে পর্দায় ধরা দিয়েছিলেন হেনরি ক্যাভিল; পাঁচ বছর পর আবার সেই রূপে ফেরার ঘোষণা দিলেন তিনি।
গত সপ্তাহে মুক্তি পাওয়া ‘ব্ল্যাক অ্যাডাম’ এ চিরায়ত লাল ও নীল স্যুটে ক্যাভিলের ক্যামিও উপস্থিতিতে এক ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।
এরপর এই ব্রিটিশ অভিনেতা ইনস্টাগ্রামে ক্লার্ক কেন্ট বা সুপারম্যান হয়ে আবার ফেরার কথা নিশ্চিত করেন বলে সিএনএন জানিয়েছে।
ডিসি কমিকসেরই সুপার হিরো সুপারম্যান, ব্ল্যাক অ্যাডামও ডিসি কমিকসেরই চরিত্র। ডিসি ফিল্মসের সিনেমা ব্ল্যাড অ্যাডামে ডোয়াইন জনসন রয়েছেন প্রধান ভূমিকায়।
সুপারম্যান হয়ে ক্যাভিল প্রথমে আসেন ২০১৩ সালে ‘ম্যান অব স্টিল’ দিয়ে। তিন বছর পর ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যানে’ও তিনি ছিলেন একই ভূমিকায়। ২০১৭ সালে জাস্টিস লিগে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল সুপারম্যান হতে।
‘ব্ল্যাক অ্যাডাম’র শেষের দিকে ক্যাভিলের সংক্ষিপ্ত দৃশ্যটি সিনেমার সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলোর মধ্যে একটি। অনেকেই সুপারম্যানের জন্য একটি স্বতন্ত্র সিনেমার দাবি তুলেছেন, ‘ম্যান অব স্টিল’র মতো।
মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার দিয়ে ক্যাভিল বলেন, সুপারম্যান হয়ে ফেরার ঘোষণা তিনি ‘ব্ল্যাক অ্যাডাম’র সঙ্গে সঙ্গে দিতে চেয়েছিলেন। কিন্তু কিছুটা সময় নেন, যাতে দর্শক ব্ল্যাক অ্যাডাম মুভিটি দেখে নিক।
“এখন আনুষ্ঠানিকভাবে বলতে চাই, আমি সুপারম্যান হয়ে ফিরছি। যা ঘটতে চলেছে, তার ছোট্ট এক ঝলক ভাগ করে নিলাম আপনাদের সাথে। ভোরের নতুন আলো ফুটবে নিশ্চয়ই। ধৈর্যের পুরস্কার পাবেন বন্ধুরা।”
কিছুদিন আগে ক্যাভিলের সুপারম্যান হয়ে ফিরে আসা নিয়ে প্রশ্ন করা হলে ডোয়াইন জনসন এক সাক্ষাৎকারে বলেছিলেন, ব্ল্যাক অ্যাডামের লক্ষ্য এবং উদ্দেশ্য হল পুরো ডিসি ইউনিভার্সকে গড়ে তোলা, কেবল ব্ল্যাক অ্যাডামকে নয়, দর্শকদের সামনে পুরো জেএসএকে (জাস্টিস সোসাইটি অব আমেরিকা) তুলে ধরা।