দুই মাসেই সিদ্ধান্ত বদলে গেল।
Published : 15 Dec 2022, 10:35 PM
শেষ ২০১৭ সালে সুপারম্যান হয়ে পর্দায় ধরা দিয়েছিলেন হেনরি ক্যাভিল; পাঁচ বছর পর আবার তার সেই ভূমিকায় আসার ইঙ্গিত মিলছিল; তবে এখন তিনি জানালেন, ক্লার্ক কেন্ট বা সুপারম্যান হয়ে আর উড়বেন না তিনি।
ব্রিটিশ এই অভিনেতা বুধবার ইনস্টাগ্রামে ডিসি কমিকসের সুপারম্যান হয়ে না ফেরার কথা নিশ্চিত করেছেন বলে সিএনএন জানিয়েছে; যা তার ভক্তদের জন্য নিরাশার খবর।
ভক্তদের উদ্দেশে ওই পোস্টে ক্যাভিল বলেন, তিনি চলচ্চিত্র নির্মাতা জেমস গান ও ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক পিটার সাফরানের সঙ্গে একটি বৈঠক করেছেন, যারা অক্টোবরে ডিসি স্টুডিওর কো-চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেন।
তিনি বলেন, “আমি সুপারম্যান হয়ে আর ফিরছি না।”
সুপারম্যান হয়ে ক্যাভিল প্রথমে আসেন ২০১৩ সালে ‘ম্যান অব স্টিল’ দিয়ে। তিন বছর পর ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যানে’ও তিনি ছিলেন একই ভূমিকায়। ২০১৭ সালে জাস্টিস লিগে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল সুপারম্যান হতে।
গত অক্টোবরে মুক্তি পাওয়া ডিসি কমিকস জগতের ‘ব্ল্যাক অ্যাডাম’ এ চিরায়ত লাল ও নীল স্যুটে ক্যাভিলের ক্যামিও উপস্থিতিতে এক ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এরপর তিনি ইনস্টাগ্রামে বলেছিলেন, তিনি আবার সুপারম্যান হয়ে ফিরছেন।
সুপারম্যান হয়ে আবার আসছেন ক্যাভিল
এখন তা বদলে গেল কেন?- তার উত্তরে ক্যাভিল বলেন, “স্টুডিও থেকে নিশ্চিত করার কারণেই অক্টোবরে ফিরে আসার ঘোষণা দিয়েছিলাম।”
“জানি, হঠাৎ এমন খবর মেনে নেওয়া কঠিন হবে। তবে জীবন এটাই। একটা পরিবর্তন ঘটেছে, আমি তার প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই,” ভক্তদের উদ্দেশে বলেছেন তিনি।
পরিচালক জেমস গান বুধবার এক টুইটে বলেছেন, তারা নতুন বছরের শুরুতে ডিসি কমিকসনির্ভর প্রথম প্রকল্প নিয়ে উত্তেজনাপূর্ণ কিছু তথ্য জানাতে চান। সুপারম্যান নিয়ে তাদের পরিকল্পনা থাকলেও প্রাথমিক পর্যায়ে তাদের গল্পটিতে সুপারম্যানের আগের অংশ দেখানো হবে। তাই চরিত্রটি হেনরি ক্যাভিল অভিনয় করবেন না।
গান সুপারম্যানভক্তদের বলেন, সুপারম্যানকে কেন্দ্র করে একটি সিনেমা লিখছেন তিনি। তবে সেটি মূল সিনেমা হবে না।