একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় শুক্রবার সন্ধ্যা ৬টায় একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
Published : 06 Nov 2024, 12:15 PM
জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থান নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে চলেছে শিল্পকলা একাডেমি।
অনুষ্ঠানের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে 'আওয়াজ উড়া'। একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় শুক্রবার সন্ধ্যা ৬টায় শিল্পকলার নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহ্জাবীন রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ওই আয়োজনে র্যাপার হান্নান, আদিবাসী গানের দল 'এফ মাইনর'সহ আরো অনেকে অনুষ্ঠানে গান গাইবেন।
তিনি বলেন, "ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া দৃঢ়তা ও আশার চেতনা নিয়ে এই সন্ধ্যায় আমরা শ্রদ্ধা জানাবো জনগণের কণ্ঠস্বরকে, তারুণ্যের দীপ্ততাকে, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের বৈচিত্র্যকে এবং সেই নতুন দিগন্তকে যার উপর আজ আমরা দাঁড়িয়ে আছি।"
অনুষ্ঠান উদ্বোধন করবেন মোহাম্মদ আশরাফুল (বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তি); বিশেষ অতিথি হিসেবে থাকবেন সামসি আরা জামান (বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তাহির জামান প্রিয়র মা)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ; স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহ্জাবীন রহমান।
জুলাইয়ে ছাত্র-আন্দোলন শুরু হলে র্যাপার হান্নান হোসাইন শিমুল গেয়েছিলেন ‘আওয়াজ উডা’ শিরোনামের একটি গান। গানটি প্রচারের পরপর এই র্যাপারকে গ্রেপ্তারও করা হয়।
মেহ্জাবীন রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " আন্দোলনের সময় র্যাপার হান্নান 'আওয়াজ উডা' বলে যে আওয়াজটি তুলেছিলেন, সেই আওয়াজটিকেই আমরা আকাশে উড়াতে চাই, যেন এই আওয়াজ ছড়িয়ে পড়ে। আমরা গানের কথাটি হুবুহু কপি করিনি। এই ভাবনা থেকেই আমরা প্রতিপাদ্য করেছি 'আওয়াজ উড়া'।"
সরকার পতনের ওই আন্দোলনকে ঘিরে চল্লিশটির বেশি গান তৈরি হয়েছে। আবার অন্য গানের সুরে নতুন কথা বসিয়েও প্রচার করা হয়েছে।
পুরনো খবর: