আন্দোলন-বিক্ষোভে উত্তাল শাহবাগ এলাকায় হঠাৎ কনসার্টে জমে গেল ভিড়; রাত পর্যন্ত চলল গান, আড্ডা।
Published : 10 Aug 2024, 10:33 PM
ঢাকার শাহবাগ থানা হেফাজতে থাকা পরিত্যাক্ত গাড়িগুলোই হয়ে গেল মঞ্চের ‘ব্যাকড্রপ’; ‘ছবির হাটের’ সেই মঞ্চে বিকাল থেকে রাত পর্যন্ত চলল গান।
মাসখানেকের বেশি সময় ধরে আন্দোলন-বিক্ষোভে উত্তাল শাহবাগ এলাকায় হঠাৎ এমন কনসার্টে সহসাই জমে গেল ভিড়। গানে গানে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার বার্তা দিলেন শিল্পীরা।
কনসার্টে ওপর থেকে ঝোলানো হয় লম্বা সাদা ব্যানার, যাতে লেখা হয় 'আওয়াজ উডা, কথা ক'- ছবির হাট। ‘আওয়াজ উডা’ গানের শিল্পী র্যাপার হান্নান হোসাইন শিমুল গাইলেন তার এ গান, যে কারণে রোষানলে পড়েছিলেন তিনি। গ্রেপ্তারের পর পাঠানো হয়েছিল রিমান্ড ও কারাগারে।
কোটা সংস্কার আন্দোলনের সময় হান্নানকে গ্রেপ্তার করা হয়েছিল। গণআন্দোলনে সরকারপতনের পর সম্প্রতি মুক্তি পেয়েছেন তিনি।
কনসার্টে হান্নান বলেন, “আপনারা আমার লাইগা যা করছেন, আমি কৃতজ্ঞ।”
সন্ধ্যায় ছবির হাটে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন আঁখি সিদ্দিকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এই ছবির হাটে আড্ডা না দিলে তো আমাদের পেটের ভাত হজম হতনা। এখানে প্রায় প্রতিদিনই আসতাম। এই জায়গাটি নিরাপত্তার নাম করে এতদিন বন্ধ করে রেখেছিল।
“অনেক দিন পর আজকে এখানে এসেছি। আড্ডা দিতে পেরে ভীষণ ভালো লাগছে। অনেকের সঙ্গে দেখা হচ্ছে।"
বিকাল ৫টার দিকে ছবির হাটে কনসার্ট শুরু হয় হোসাইন জীবন ও শান্তর কণ্ঠে র্যাপ গান দিয়ে। মঞ্চে কয়েকজনকে দেখা যায় প্ল্যাকার্ড হাতে দাঁড়াতে, যাতে লেখা 'শিল্পে আবার সেন্সর কী?, স্টপ ফিল্ম সেন্সরশিপ'।
গানে গানে শিল্পীরা বলেন 'এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ/ মুই কি হনুরে চলবে না'। তাদের গান চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত।
কনসার্টের অন্যতম আয়োজক, চলচ্চিত্র নির্মাতা সৈয়দা নীলিমা দোলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অসাম্প্রদায়িকতার বার্তা দিতেই কনসার্টটি আয়োজন করা হয়েছে। এই আয়োজনটি আমরা নির্দিষ্ট কোনো প্লাটফর্ম থেকে করিনি। সবাই নিজ নিজ জায়গা থেকেই এখানে অংশ নিচ্ছেন। ছবির হাট অনেক দিন বন্ধ ছিল, আমরা কনসার্ট করে সেই পুরনো আমেজ ফিরিয়ে আনতে চেয়েছি।”
দোলা বলেন, "এই নতুন বাংলাদেশে আমাদের অনেক কিছু বলার আছে। স্বৈরশাসকের পতন হয়েছে। বাংলাদেশে যেন নতুন করে মৌলবাদ, ধর্মান্ধগোষ্ঠী বা সাম্প্রদায়িকতা মাথা তুলতে না পারে, তার ব্যাপারে বার্তা দিতেই এই কনসার্ট করেছি।
“আমরা বলতে চাই, নতুন বাংলাদেশে কোনোরকম সাম্প্রদায়িকতার স্থান হবে না। আমরা নতুন বাংলাদেশে রাজনৈতিকভাবে সচেতন শিল্পীদের নিয়ে এগিয়ে যাব।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিপরীতে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশদ্বারে চারুকলার শিক্ষার্থী ও শিল্পপ্রেমী মানুষের আড্ডায় ধীরে ধীরে গড়ে ওঠে ছবির হাট। ২০০৩ সাল থেকে সেখানে প্রতিদিন শিল্পপ্রেমী মানুষের আড্ডা বসে।