“তার সাথে আমাদের কথা হয়, কী অদ্ভুত সরল আর সাধারণ তিনি!”
Published : 27 Apr 2023, 11:39 PM
সিনেমা মুক্তির ৯ মাস পর ‘হাওয়া’য় ব্যবহৃত ‘আটটা বাজে দেরি করিস না’ গানের গীতিকার ও সুরকারের নাম জানা গেল।
সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমের খবর আসে, সিনেমাটির এই গানের গীতিকার ও সুরকার মনিরুদ্দিন আমেদ। কিন্তু সিনেমায় গীতিকার-সুরকারের জায়গায় সংগৃহীত লেখা।
মূল গীতিকার-সুরকারের স্বীকৃতি না দেওয়ায় সমালোচনার মুখে হাওয়া নির্মাতা মেজবাউর রহমান সুমন বৃহস্পতিবার এক ফেইসবুক পোস্টে গীতিকার ও সুরকার হিসেবে মনিরুদ্দিন আমেদকে স্বীকৃতি দিয়েছেন।
তিনি লিখেছেন, “মনিরুদ্দিন আমেদ আমাদের হাওয়া সিনেমার ‘আটটা বাজে দেরি করিস না’ গানটির সুরকার-গীতিকার। উনি ভারতের বীরভূম জেলার পঞ্চায়েত অফিসের কর্মী ছিলেন এখন অবসরে, বয়স ৮৩ বছর। শিউরি লালকুঠি পাড়া তুলিকলম গ্রামে থাকেন।”
সিনেমায় স্বীকৃতি না দেওয়ার বিষয়ে সুমন লিখেছেন, “সিনেমাটির কাজ শুরুর সময় আমরা গানটির সুরকার ও গীতিকারকে খুঁজে পাইনি। গানটি ভারতের বাসুদেব বাউল বহু বছর ধরে গেয়ে আসছেন। মূলত ২০১৬/২০১৭ সালের দিকে এই গানটা আমরা ঠিক করি যে এটা আমরা আমাদের সিনেমাতে রাখতে চাই। তখন ২০১৭ সালে আমরা শান্তনিকেতনে বাসুদেব বাউলের বাড়িতে যাই এবং এই গানটি যে আমরা আমাদের সিনেমাতে রাখতে চাই সেটা জানাই।
“কিন্তু আমরা জানতে পারি, গানটি বাসুদেব বাউলের নিজের নয়। এটা কার গান সেটা সে জানেন না। কিন্তু বহু বছর ধরে এই গানটি তিনি গেয়ে আসছেন। তারপর আমরা এই গানের গীতিকার ও সুরকারের খোঁজ করতে থাকি। সেই মোতাবেক আমরা জানতে পারি এই গানটি আরও অনেকে গেয়েছেন এবং তারা কেউই এই গানের সুরকার বা গীতিকারের খোঁজ আমাদের দিতে পারেনি।”
সেকারণেই হাওয়া সিনেমায় গানটির সুরকার-গীতিকার সংগৃহীত লেখা হয় উল্লেখ করে সুমন বলেন, “সাধারণত প্রচলিত গান বা কোন পুরনো গান যখন তার সুরকার বা গীতিকারকে পাওয়া যায় না তখন সেটা সংগ্রহ লেখা হয়।
“হাওয়া সিনেমার নয় মাস শেষ হতে চলল আর আমরা এখন ‘আটটা বাজে দেরি করিস না’ গানটির সুরকার-গীতিকারকে খুঁজে পেলাম। আর সেটা ভারতের একটা সংবাদ মাধ্যমের মাধ্যমে সেটা আমরা জানতে পারি।”
মনিরুদ্দিন আমেদ সম্পর্কে হাওয়া নির্মাতা বলেন, “খুবই নিভৃতে থাকা সাধারণ জীবনযাপনের মধ্যে থেকে যে শিল্প করে যান তাকে মনে হয় কখনও কখনও খুঁজে পাওয়া যায় না। কিন্তু সময় নিশ্চয় তাকে খুঁজে নেয়। গতকাল তার সাথে আমাদের কথা হয়, কী অদ্ভুত সরল আর সাধারণ তিনি!”
সিনেমায় মূল গীতিকার-সুরকারের নাম যুক্ত করা হবে জানিয়ে সুমন লিখেছেন, “তাকে আমরা জানাই এই গানটির স্রষ্টাকে আমরা অনেক দিন খুঁজছিলাম, অতঃপর আপনাকে পেলাম।
“সে বরং উল্টো আনন্দিত যে তার গানটি হাওয়া সিনেমাতে ব্যবহৃত হয়ছে। আমরা তাকে জানাই খুব দ্রুত আপনার নামটি সংযুক্ত করব। আর তার কাছে আমাদের দুঃখ প্রকাশ করি। তারপর আরও কথা হয়। সে তার আরও অনেক গানের কথা বলতে থাকে। আমরা তাকে জানাই সুযোগ হলে খুব দ্রুতই তার সাথে দেখা হবে।”