আলিয়া-রাণবীরের নতুন বাড়িটি ছিল রাজকাপুরের বাংলো।
Published : 21 Oct 2024, 12:26 PM
আসছে দীপাবলীতে নতুন বাসস্থানে জীবন শুরু করতে কলেছেন বলিউডি তারকা দম্পতি রাণবীর কাপুর এবং আলিয়া ভাট।
হিন্দুস্তান টাইমস লিখেছে, কয়েক বছর ধরে নতুন বাড়ি তৈরির খবর দিচ্ছিলেন এই দম্পতি, মাঝেমধ্যে শেয়ার করছিলেন বাড়ির নির্মাণ কাজের ভিডিও, সেটি এখন বসবাসের জন্য প্রস্তুত। এখন কেবল গৃহ প্রবেশের অপেক্ষা।
তবে বাড়িটি যে একেবারে ভিত গেঁথে নতুন করে তৈরি করা হয়েছে তা নয়। এটি ছিল রাণবীরের ঠাকুরদা অভিনেতা-পরিচালক-প্রযোজক রাজ কাপুরের বাংলো। সেটিকেই নতুন করে নিজেদের পছন্দসই নকশায় তৈরি করেছেন রাণবীর ও আলিয়া। বাড়ির নাম রাখা হচ্ছে, ‘কৃষ্ণ রাজ’। রাজ কাপুরের স্ত্রীর নাম ছিল কৃষ্ণা।
কাপুর পরিবারের এক ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেছেন, এই বাংলোর সঙ্গে পরিবারের সদস্যদের স্মৃতি ও আবেগ জড়িয়ে আছে। তাই ব্যস্ততার মধ্যেও বাড়ির কাজে যতটা সম্ভব রাণবীর নিজে গিয়ে তদারকি করেছেন।
আগেই শোনা গিয়েছিল মেয়ে রাহা কাপুরকে নিয়ে আলিয়া-রাণবীর নতুন বাড়িতে দীপাবলী উদযাপন করবেন, এখন সেই পরিকল্পনাই সত্যি হতে চলেছে।
কিছুদিন আগে মুক্তি পেয়েছে আলিয়ার নতুন সিনেমা ‘জিগরা’। বক্স অফিসে সিনেমাটি তেমন কোনো ছাপ রাখতে না পারলেও প্রশংসিত হয়েছে আলিয়ার অভিনয়। আর রাণবীর কাজ করছেন রামায়ণ সিনেমায়।
এছাড়া আগামী বছরে সঞ্জয় লীলা বানসালীর ‘লাভ এন্ড ওয়ার’ সিনেমায় একসঙ্গে পর্দায় আসবেন আলিয়া ও রাণবীর।