দেশের গান-কবিতার সুরে ছায়ানট ভবনের সামনে অনেক পথচারীকে দাঁড়িয়ে পড়তে দেখা যায়।
Published : 14 Dec 2024, 09:57 PM
গান আর কবিতায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ।
শনিবার সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে এই আয়োজনে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের পাশাপাশি ছায়ানট, ব্রতচারী ও কণ্ঠশীলনের শিল্পীরা অংশ নেন।
‘তোমরা অমর’ শিরোনামের এই অনুষ্ঠান চলাকালে ছায়ানট ভবনের সামনে দিয়ে হেঁটে যাওয়া অনেক মানুষকেও দেশাত্মবোধক গান-কবিতার সুরে দাঁড়িয়ে পড়তে দেখা যায়।
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক লিলি ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এবার ছায়ানট ভবনের সামনে অনুষ্ঠানটি করেছি, যেন এখানকার সর্বস্তরের মানুষ আমাদের আয়োজনটির সঙ্গে সম্পৃক্ত হতে পারে।"
দেশজুড়ে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের বিভিন্ন শাখার সংস্কৃতিকর্মীরাও আয়োজনটিতে ভার্চুয়ালি যুক্ত থাকার কথা বলেছেন তিনি।
লিলি ইসলাম বলেন, "পুরো আয়োজন আমরা সরাসরি অনলাইন প্লাটফর্মে সম্প্রচার করেছি। এতে বিপুল সংখ্যক মানুষ আমাদের সঙ্গে যুক্ত থেকেছে।
“শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা যেন আমরা ভুলে না যাই। এজন্যই আমরা দিনটি পালন করি।"
অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে মশাল প্রজ্জ্বালন করেন রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি ডা. সারওয়ার আলী। পরে শিল্পীরা একে একে পরিবেশন করেন ৩টি দলীয় সংগীত।
আবৃত্তি পরিবেশন করেন জয়ন্ত চট্টোপাধ্যায়। সবশেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।