ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে ফেডারেশনের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য লাকী ইনামকে।
Published : 26 Oct 2024, 03:34 PM
ছয় বছর ধরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান পদ আঁকড়ে থাকা লিয়াকত আলী লাকীকে অবশেষে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার ফেডারেশনের নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদ সভায় সর্বসম্মতিক্রমে লাকীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
আর ওই সভাতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে ফেডারেশনের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য লাকী ইনামকে।
এছাড়া অভিনেতা-নির্দেশক মামুনুর রশীদকে প্রধান করে ফেডারেশন পুনর্গঠন ও সংস্কারের জন্য পাঁচ সদস্যের আহ্ববায়ক কমিটিও করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন এমন কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফেডারেশনের স্থায়ী সদস্য ২৩২টি নাট্যসংগঠনের মধ্যে ১৯১টির প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
শনিবার ফেডারেশন পুনর্গঠনে গঠিত কমিটি তাদের করণীয় ঠিক করতে প্রথমবার সভায় বসবে বলে জানিয়েছেন মামুনুর রশীদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চার সদস্য ইতোমধ্যে মনোনীত করা হয়েছে। একজন নারী সদস্য যুক্ত হবেন। আমরা পাঁচ সদস্য ফেডারেশন পুনর্গঠনে কাজ করব।”
ফেডারেশনের পুনর্গঠনের কাজটি কতটা চ্যালেঞ্জের হবে প্রশ্নে মামুনুর রশীদ বলেন, “কাজটি এত সহজ হবে না। আবার সবাই মিলে সহযোগিতা করলে কঠিনও হবে না। ফেডারেশনের যে প্রতিবাদী চরিত্র ছিল, তা ফিরিয়ে আনতে কাজ করব আমরা।”
আহ্ববায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- অধ্যাপক মলয় ভৌমিক, আহমেদ ইকবাল হায়দার, নাদের চৌধুরী।
সভায় উপস্থিত থাকা ফেডারেশনের নেতৃত্বস্থানীয় পর্যায়ের একাধিকজন বলেছেন, শুক্রবার সকালে প্রথমে নির্বাহী পরিষদের সভায় ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীকে অব্যহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে দুপুরে সাধারণ পরিষদের সভায় সেই সিদ্ধান্তটি উথাপন করলে উপস্থিত সব সদস্যই সমস্বরে বহিষ্কার করার দাবি তোলেন। এ প্রেক্ষিতে সভায় সর্বসম্মতিক্রমে লাকীকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করা হয়।
আহ্ববায়ক কমিটির কাজ
ফেডারেশনের গঠনতন্ত্র সংস্কার থেকে শুরু করে যেকোনো সিদ্ধান্ত নিতে পারবে আহ্ববায়ক কমিটি। একই সাথে ফেডারেশনের নির্বাচিত কমিটিও বিলুপ্ত করা হয়নি।
নির্বাচিত কমিটি কেবল নিয়মিত কাজগুলো সম্পাদন এবং আহ্ববায়ক কমিটিকে নানা কাজে সহযোগিতা করবে। ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কাজটি করবে আহ্ববায়ক কমিটি।
২০১৮ সালে ফেডারেশনের ২৩তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হন লোকনাট্য দলের (সিদ্ধেশ্বরী) লিয়াকত আলী লাকী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ঢাকা থিয়েটারের কামাল বায়েজিদ।
তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করার কথা থাকলেও লাকী নির্বাচন না দিয়ে সাড়ে ছয় বছর ধরে পদ দখলে রাখেন।
ফেডারেশনের মেয়াদত্তীর্ণ কমিটির ‘স্বেচ্ছাচারিতা, অগঠনতান্ত্রিক ও অবৈধ কার্যক্রমের অভিযোগ তুলে গত বছর 'সাধারণ নাট্যকর্মীবৃন্দ' নামে একটি প্ল্যাটফর্ম থেকে লাকীর পদত্যাগের দাবিতে আন্দোলনেও নামেন থিয়েটারকর্মীরা।
মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, আহমেদ ইকবাল হায়দার, মলয় ভৌমিকসহ দেশের অগ্রজ নাট্যজনেরা ফেডারেশনে দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারা ফেরানোর আহ্বান জানিয়ে প্রতিবাদ করেন। কিন্তু লাকী তাতে কর্ণপাত না করে বরং অগ্রজ নাট্যজনদের নিয়েও নেতিবাচক মন্তব্য করেন।
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১২ অগাস্ট শিল্পকলার মহাপরিচালকের পদ ছাড়েন লাকী। তবে ফেডারেশন থেকে পদত্যাগ করেননি।
এই প্রেক্ষিতে ফেডারেশনে সংস্কারের ডাক দিয়ে শুক্রবার ঢাকার শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ফেডারেশনের নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদের পৃথক সভা ডাকেন ফেডারেশনের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য (কেন্দ্র) লাকী ইনাম।
কামাল বায়েজীদ ও রফিকুল্লাহ সেলিম বহাল
২০২২ সালে ২২ জানুয়ারি ফেডারেশনের প্রচার সম্পাদক মাসুদ আলম বাবুর স্বাক্ষরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘আর্থিক অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও সাংগঠনিক স্বেচ্ছাচারিতার দায়ে’ সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ ও অর্থ সম্পাদক রফিকুল্লাহ সেলিমকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়েছিল।
পরে সংবাদ সম্মেলন করে কামাল বায়েজীদ ও সেলিম তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন। কামাল বায়েজীদ বলেছিলেন, “এভাবে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কাউকে অব্যাহতি দেওয়া ‘অগণতান্ত্রিক’।”
শুক্রবার ফেডারেশনের সভায় কামাল বায়েজীদ ও রফিকুল্লাহ সেলিমকে পদে বহাল রাখার সিদ্ধান্ত হয় হয়। পাশাপাশি ফেডারেশনের অর্থ তছরুপের অভিযোগ তদন্তে এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে।কামাল বায়েজীদ বলেন, “আমাকে এবং সেলিমকে পদে বহাল করা হয়েছে এবং দেবপ্রসাদ দেবনাথকে দায়িত্ব দেওয়া হয়েছে ফেডারেশনের অর্থ সংক্রান্ত বিষয় অডিট করার জন্য। তিনি ৩০ দিনের মধ্যে আহ্ববায়ক কমিটির কাছে রিপোর্ট দেবেন।”
কামাল বায়েজীদকে অব্যহতি দেওয়ার পর সহ-সাধারণ সম্পাদক চন্দন রেজাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করেছিল লিয়াকত আলী লাকী। চন্দন রেজা নাট্যদল থিয়েটার আর্ট ইউনিটের প্রতিনিধি হিসেবে ফেডারেশনে ছিলেন।
ফেডারেশন সংশ্লিষ্টরা জানান, থিয়েটার আর্ট ইউনিট সভায় প্রতিনিধি হিসেবে চন্দন রেজাকে মনোনীত করেনি। এ নাট্যদল থেকে ফেডারেশনে প্রতিনিধিত্ব করেছেন কামরুজ্জামান মিল্লাত।
চন্দন রেজার নাট্যদল থেকেই তার নাম প্রত্যাহার করে নেওয়ার কারণে তার ফেডারেশনে থাকার সুযোগ নেই। চন্দন নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক হলেও পদটি নিয়ম অনুযায়ী শূন্য ঘোষণা করা হয়েছে।
ঢাকা থিয়েটারের সদস্যপদ প্রত্যাহার গৃহীত হয়নি
কামাল বায়েজীদকে বহিষ্কারের প্রতিক্রিয়ায় ২০২৩ সালের ২২ মার্চ ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকীকে লেখা এক চিঠিতে ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা পরিচালক নাসির উদ্দীন ইউসুফ সংগঠন ছাড়ার সিদ্ধান্ত জানান।
ঢাকা থিয়েটারের সংগঠন ছাড়ায় ‘উদ্বেগ’ প্রকাশ করে ২০২৩ সালের ১৩ এপ্রিল ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকীকে চিঠি দেন দেশের শীর্ষ চার নাট্যসংগঠনের প্রধান, যারা বিভিন্ন মেয়াদে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি ছিলেন। তাদের মধ্যে আছেন ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রামেন্দু মজুমদারও। এছাড়া ‘নাট্যচক্রের’ পক্ষে ম হামিদ, ‘আরণ্যকের’ পক্ষে মামুনুর রশীদ এবং ‘নাগরিক নাট্য সম্প্রদায়ের’ পক্ষে সারা যাকের চিঠিতে সই করেন।
এমন পরিস্থিতিতে গ্রুপ থিয়েটার ফেডারেশনের বর্তমান নেতৃত্ব নিয়ে অনাস্থা এবং সংগঠনের অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে থিয়েটার চর্চার সংকট সমাধানের আহ্বান জানিয়ে ৬৭ জন নাট্যকার, নির্দেশক ও সংগঠকও বিবৃতি দিয়েছিলেন। কোনো কিছুকেই তোয়াক্কা করেননি লাকী।
শুক্রবার নির্বাহী পরিষদের সভায় ঢাকা থিয়েটারের সদস্যপদ প্রত্যাহারের চিঠি গ্রহণ করা হয়নি। ফলে ফেডারেশনের সদস্য হিসেবে বহাল রয়েছে ঢাকা থিয়েটার। কামাল বায়েজীদ ঢাকা থিয়েটারের প্রতিনিধি হিসেবেই ফেডারেশনে আছেন।
গ্রুপ থিয়েটার ফেডারেশন: সভা ডাকার পর লাকীপন্থিদের সম্মেলন প্রস্তুতির খবর
লাকী যুগের অবসানের পর প্রথম সভায় বসছে গ্রুপ থিয়েটার ফেডারেশন
গ্রুপ থিয়েটার ফেডারেশন নিয়ে 'অস্থিরতা', কোন পথে নাট্যাঙ্গন?
গ্রুপ থিয়েটার ফেডারেশন ছাড়ল ঢাকা থিয়েটার
গ্রুপ থিয়েটার ফেডারেশন: সংকট সমাধানে ৬৭ জনের বিবৃতি
গ্রুপ থিয়েটার ফেডারেশন: সাবেক ৪ সভাপতিকে ‘অগ্রাহ্য’ করায় নাট্যকর্মীরা ‘সংক্ষুব্ধ’
গ্রুপ থিয়েটার ফেডারেশন: পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত নাট্যাঙ্গন
গ্রুপ থিয়েটার ফেডারেশন: অব্যাহতি পাওয়া কামাল বায়েজীদের পাল্টা অভিযোগ