ঈদের তৃতীয় দিনের টেলিভিশনের পর্দায় সিনেমার খোঁজ তুলে ধরছে গ্লিটজ।
Published : 02 Apr 2025, 10:42 AM
ঈদের দিন থেকে শুরু করে তিনদিন চ্যানেল আই, এনটিভি, মাছরাঙাসহ অন্যান্য টেলিভিশন স্টেশনগুলোতে প্রচার করা হচ্ছে বেশকিছু পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এসব সিনেমার মধ্যে কয়েকটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারও হচ্ছে।
ঈদের তৃতীয় দিনের সিনেমার খোঁজ তুলে ধরছে গ্লিটজ।
চ্যানেল আইয়ে ‘আগন্তুক’
সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’ সিনেমার টিভি প্রিমিয়ার হয়েছে চ্যানেল আইয়ে। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হয়েছে সিনেমাটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী। তিনি ছাড়াও আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহীন।
এনটিভিতে তৃতীয় দিন ২ সিনেমা
এনটিভিতে সকাল ১০টা ৫ মিনিটে দেখান হয় শাকিব খানের 'নবাব'। এটি পরিচালনা করেছেন জয়দেব মুখার্জি। সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী গাঙ্গুলী, রজতাভ দত্ত, অমিত হাসানসহ অনেকে।
বিকেল সাড়ে ৪টায় দেখা যাবে সিনেমা 'ঢাকা এ্যাটাক'। দীপংকর দীপনের পরিচালনায় সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহী, এ বি এম সুমন, কাজী নওশাবা, এহসানুর রহমানসহ অনেকে।
আরটিভিতে 'পাষাণ' ও 'জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার'
সকাল ১০টা ১০মিনিটে দেখা যাবে সিনেমা 'পাষাণ'। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও কলকাতার অভিনেতা ওম, মিজু আহমেদ, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, শিমুল খান। সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির।
দুপুর ২টা ১০ মিনিটে দেখা যাবে 'জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার' সিনেমা। এতে অভিনয় করেছেন শাকিব খান, দিলারা হানিফ পূর্ণিমা, রাজ্জাক, সোহেল রানা, আলমগীরসহ অনেকে।
বৈশাখীতে ‘পুড়ে যায় মন’
বৈশাখী টেলিভিশনে দুপুর আড়াইটায় দেখা যাবে ‘পুড়ে যায় মন’। অপূর্ব রানার পরিচালনায় এতে অভিনয় করেছেন সায়মন সাদিক, পরিমনি, আলীরাজ, সুচরিতাসহ অনেকে।
মাছরাঙায় 'শান'
মাছরাঙা টেলিভিশনে দুপুর আড়াইটায় দেখা যাবে সিনেমা 'শান'। এম রাহিমের পরিচালনায় সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরি, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, তাসকিন রহমানসহ অনেকে।
দীপ্ততে 'তালাশ' ও 'নোলক'
দীপ্ত টিভিতে সকাল ৯টায় দেখা যাবে সিনেমা 'তালাশ'। সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির। অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী।
দুপুর ১টায় দেখা যাবে সাকিব সনেটের পরিচালনায় 'নোলক'। এতে অভিনয় করেছেন শাকিব খান, ইয়ামিন হক ববি।
এটিএন বাংলায় ‘বিক্ষোভ’
ঈদের তৃতীয় দিন এটিএন বাংলায় আড়াইটায় প্রচার হবে শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ সিনেমা। এতে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শান্ত খান, সাদেক বাচ্চু, সাবেরি আলম, শিবা সানুসহ অনেকে।