ইংলিশ প্রিমিয়ার লিগ
আপাতত লিগ টেবিলের শীর্ষ চারে ফিরল পেপ গুয়ার্দিওলার দল।
Published : 03 Apr 2025, 02:47 AM
ম্যানচেস্টার সিটিকে একদমই চ্যালেঞ্জ জানাতে পারল না লেস্টার সিটি। দারুণ শুরুর পর দাপট ধরে রেখে অনায়াস জয় পেল পেপ গুয়ার্দিওলার দল।
ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। জ্যাক গ্রিলিশের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান ওমার মার্মাউশ।
শিরোপা লড়াই থেকে অনেক আগেই ছিটকে পড়েছে সিটি। এখন শীর্ষ চারে থেকে লিগ শেষ করাই মূল লক্ষ্য তাদের। সেই পথে আপাতত একটু এগিয়ে গেল দলটি, ৩০ ম্যাচে ১৫ জয় ও ৬ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা।
তাদের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে তিন নম্বরে নটিংহ্যাম ফরেস্ট।
আর এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নিউক্যাসল ইউনাইটেড।
লিগে একটি হার ও ড্রয়ের পর জয়ে ফেরার অভিযানে ম্যাচের শুরুটা দুর্দান্ত হয় ম্যানচেস্টার সিটির। অধিকাংশ সময় পজেশন রেখে প্রথম আধা ঘণ্টায় গোলের জন্য তিনটি শট নিয়ে তিনটিই লক্ষ্যে রাখে তারা, এবং এর দুটি পায় জালের ছোঁয়া।
দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় শিরোপাধারীরা। বাইলাইন থেকে সাভিনিয়োর কাটব্যাকে বল পেনাল্টি স্পটের কাছাকাছি পেয়ে নিচু শটে পোস্ট ঘেঁষে জালে পাঠান গ্রিলিশ। ২০২৩ সালের ১৬ ডিসেম্বরের পর এই প্রথম প্রিমিয়ার লিগে গোল পেলেন ইংলিশ মিডফিল্ডার।
দ্বিতীয় গোলটির পেছনে বড় দায় লেস্টার গোলরক্ষক মেস হেরমানসেনের। সতীর্থের সঙ্গে ভুল বোঝাবুঝিতে বল ক্লিয়ার করতে ব্যর্থ হন তিনি, উল্টো পেয়ে যান মার্মাউশ। সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেননি জানুয়ারিতে সিটিতে যোগ দেওয়া ফরোয়ার্ড।
সিটির জার্সিতে প্রিমিয়ার লিগে মিশরের ফুটবলারের গোল হলো পাঁচটি এবং সবগুলোই সিটির ঘরের মাঠে।
বিরতির পরও লড়াইয়ের কোনো পরিবর্তন হয়নি। প্রথমার্ধে গোলের জন্য একটি শট নেওয়া লেস্টার এই অর্ধে কিছুই করতে পারেনি।
৩০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটি।
ডার্বি জিতে আর্সেনালের চেয়ে আবার ১২ পয়েন্টে এগিয়ে লিভারপুল