প্রশ্নগুলো দেশের নাট্যাঙ্গন এবং শিল্পকলা একাডেমি ঘিরে
কেবল একজন যোগ্য মানুষকে কোনো একটি একাডেমির মহাপরিচালক পদে দেখলেই, প্রতিষ্ঠানটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে এমনটি মনে করার কারণ নেই। প্রতিষ্ঠানের কর্মযজ্ঞের বড় বাস্তবতা প্রশাসনিক দিক এবং পরেরটা সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মের দেখভাল আর উপস্থাপন।