গত তিন বছরে কাজের বিস্তারিত জানাতে প্রতিটি সদস্য দলকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
Published : 27 Oct 2024, 01:25 PM
গঠনতন্ত্র সংশোধন, নতুন সদস্য যুক্ত করা এবং নিস্ক্রিয় সদস্যকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।
লিয়াকত আলী লাকীকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করার পর, নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে কমিটির সদস্য অধ্যাপক মলয় ভৌমিক জানিয়েছেন।
ধানমন্ডিতে শনিবার কমিটির আহ্বায়ক মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক মলয় ভৌমিক, আহমেদ ইকবাল হায়দার ও নাদের চৌধুরী।
এছাড়া আহ্বায়ক কমিটির আহ্বানে সভায় যুক্ত হন ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য অনন্ত হিরা ও দপ্তর সম্পাদক খোরশেদুল আলম।
মলয় ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কামাল আহমেদকে ফেডারেশনের গঠনতন্ত্র সংশোধনের জন্য একটি খসড়া প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী সাত দিনের মধ্যে অন্তর্বর্তী কমিটির নিকট সংশোধনের খসড়ার কপি জমা দেবেন।"
ছয় বছর ধরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান পদ আঁকড়ে থাকা লিয়াকত আলী লাকীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় শুক্রবার। ফেডারেশনের নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভাতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে ফেডারেশনের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য লাকী ইনামকে।
এছাড়া অভিনেতা-নির্দেশক মামুনুর রশীদকে প্রধান করে ফেডারেশন পুনর্গঠন ও সংস্কারের জন্য পাঁচ সদস্যের আহ্ববায়ক কমিটিও করা হয়।
ফেডারেশনের স্থায়ী সদস্য ২৩২টি নাট্যসংগঠনের মধ্যে ১৯১টির প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
শনিবার আহবায়ক কমিটির প্রথম সভায় ‘দেশ নাটকের’ সদস্য অভিনয়শিল্পী নাজনীন হাসান চুমকীকে আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করা হয়েছে।
লিয়াকত আলী লাকী চেয়ারম্যান থাকার সময় অনেকে সক্রিয় নাট্যসংগঠনকে সদস্যপদ দেওয়া হয়নি। আবার অনুগত অনেক নিস্ক্রিয় সংগঠনকেও ফেডারেশনের সদস্য করা হয়েছে বলে অভিযোগ আছে।
প্রতিটি সদস্য দলকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। প্রতিটি দল বিগত তিন বছরের অর্থাৎ ২০২১ সালের জুলাই থেকে, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত নিজ নিজ নাট্যদলের বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত বিবরণ এ কমিটির কাছে জমা দেবেন বলেও জানিয়েছেন মলয় ভৌমিক।।
এই অধ্যাপক বলেছেন, ফেডারেশানের বর্তমান সদস্য হওয়ার জন্য যে সব আবেদন জমা আছে এবং যেসব সহযোগী সদস্য পূর্নাঙ্গ সদস্য হবার জন্য আবেদন করেছেন, স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য যা যা আবেদন জমা পড়েছে সেই আবেদন ফর্মগুলো কেন্দ্রীয় পরিষদের কাছে চাওয়া হবে।
এই কমিটি যাচাই-বাছাই করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এছাড়া ফেডারেশনের নতুন সদস্যপদ লাভের জন্যও আবেদন আহ্বান করবে ফেডারেশন।
পুরনো খবর
'লাকীমুক্ত' গ্রুপ থিয়েটার ফেডারেশন
গ্রুপ থিয়েটার ফেডারেশন: সভা ডাকার পর লাকীপন্থিদের সম্মেলন প্রস্তু
লাকী যুগের অবসানের পর প্রথম সভায় বসছে গ্রুপ থিয়েটার ফেডারেশন
গ্রুপ থিয়েটার ফেডারেশন নিয়ে 'অস্থিরতা', কোন পথে নাট্যাঙ্গন?
গ্রুপ থিয়েটার ফেডারেশন ছাড়ল ঢাকা থিয়েটার
গ্রুপ থিয়েটার ফেডারেশন: সংকট সমাধানে ৬৭ জনের বিবৃতি
গ্রুপ থিয়েটার ফেডারেশন: সাবেক ৪ সভাপতিকে 'অগ্রাহ্য' করায়
গ্রুপ থিয়েটার ফেডারেশন: পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত নাট্যাঙ্গন
গ্রুপ থিয়েটার ফেডারেশন: অব্যাহতি পাওয়া কামাল বায়েজীদের পাল্টা