গুঞ্জন দানা বেঁধেছে যে প্রিয়াঙ্কা হয়ত ভারত থেকে ধীরে ধীরে ‘বাস উঠিয়ে দিচ্ছেন’।
Published : 09 Mar 2025, 11:10 PM
বলিউড-হলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্গা চোপড়া হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি প্রায় ছেড়ে দিলেও, মুম্বাইয়ে একাধিন বিলাসবহুল ফ্ল্যাটের মালিকানা রেখেছেন তিনি। সেগুলোর মধ্যে চারটি ফ্ল্যাট প্রিয়াঙ্কা বিক্রি করেছেন বলে খবর এসেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ফ্ল্যাট বিক্রির খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে নিয়ে গুঞ্জন দানা বেঁধেছে যে, এই অভিনেত্রী হয়ত ভারত থেকে ধীরে ধীরে ‘বাস উঠিয়ে দিচ্ছেন’।
প্রিয়াঙ্কা এই ফ্ল্যাটগুলি বিক্রি করেছেন গেল ৩ মার্চ। অন্ধেরির একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাটগুলোর সঙ্গে ছিল দুইটি গাড়ি পার্কিংয়ের জায়গা। মোট ১৬ কোটি ৭০ লাখ রুপিতে ওই চারটি ফ্ল্যাট বিক্রি করেছেন সাবেক ওই বিশ্বসুন্দরী।
তবে প্রিয়াঙ্কার ফ্ল্যাট বিক্রির ঘটনা এই প্রথম নয়। লোখণ্ডওয়ালায় একটি আবাসনে দুইটি পেন্টহাউস ছিল প্রিয়ঙ্কার। ২০২৩ সালে ৬ কোটি রুপিতে সেগুলো বিক্রি করে দেন। এরও আগে ২০২১ সালেও ভারসোভার দুইটি ফ্ল্যাট বিক্রি করেছিলেন তিনি।
মুম্বাইয়ে একের পর সম্পত্তি বিক্রির খবরে কেউ কেউ প্রশ্ন উঠেছে, প্রিয়ঙ্কা কি বলিউডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন?
গত বছর একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছিলেন, বলিউডে এক সময় তিনি ‘রাজনীতির শিকার’ হয়েছিলেন। তাই ইন্ডাস্ট্রি থেকে সরে যেতে ‘বাধ্য হয়েছিলেন’ তিনি।
২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পরপরই ভারতে সিনেমায় নামেন প্রিয়াঙ্কা। বহু সিনেমায় অভিনয় করার পাশাপাশি দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জেতেন তিনি।
২০১৫ সালে আমেরিকান টিভি সিরিজ কুয়েন্টিকোকে অভিনয়ের মাধ্যমে হলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা। তারপর থেকে বলিউডে অনিয়মিত তিনি।
২০১৮ সালে আমেরিকান পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ের পর লস অ্যাঞ্জেলেসে থাকতে শুরু করেন প্রিয়াঙ্কা। এরই মধ্যে মা হয়েছেন সারোগেসির মাধ্যমে। কয়েক বছর আগে নিউ ইয়র্কে রেস্তোরাঁ খুলেছেন তিনি। সেইসঙ্গে বলিউডে সিনেমা করা প্রায় ছেড়েই দিয়েছেন প্রিয়াঙ্কা।২০২১ সালে ‘দ্য স্কাই ইজ় পিঙ্ক' সিনেমা পর এখনও পর্যন্ত কোনও হিন্দি সিনেমায় তাকে দেখা যায়নি।