সাগর জাহানের পরিচালনায় এই সিনেমায় দেখা গেছে খায়রুল বাসার ও তানজিন তিশাকে।
Published : 14 Feb 2025, 08:02 PM
প্রেম ও পরিণয়ের গল্পে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘আসবে কি ফিরে?’।
সাগর জাহানের পরিচালনায় এই সিনেমায় দেখা গেছে খায়রুল বাসার ও তানজিন তিশাকে।
এক বিজ্ঞপ্তিতে আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, ভালোবাসা দিবসকে ঘিরে শুক্রবার থেকে দেখা যাচ্ছে নিখাদ প্রেমের গল্পের ওয়েব ফিল্মটি।
সিনেমার গল্পে দেখা যাচ্ছে, অসুস্থ খায়রুল বাসারকে হঠাৎ করেই বাসায় নিয়ে আসে তানজিন তিশা। পাশাপাশি থাকতে থাকতে ভালোবাসার মায়াজালে জড়িয়ে পড়ে দুজন। কিন্তু তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায় পরিবার। দুজনকে আলাদা করতে তিশার পরিবার বাসারকে পুলিশের হাতে তুলে দেয়। শেষ পর্যন্ত দুজনের প্রেমের পরিণতি কী সেই গল্পই দেখা যাবে এই সিনেমায়।
এতে আরও অভিনয় করেছেন মিলি বাসার ও সমু চৌধুরী।
এই সিনেমায় 'যেন ছুঁয়েছি আকাশ' ও 'মনের উঠোন' দুটি গান রয়েছে। জয়ন্ত কর্মকারের কথায় গান দুটিতে কণ্ঠ দিয়েছেন শিলা দেবী। সুর করেছেন আপেল মাহমুদ এমিল।