ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ থেকে ওয়েব সিরিজে কাজের জন্য প্রস্তাব গিয়েছিল মিমির কাছে; তাতে রাজিও হয়েছেন তিনি।
Published : 08 Aug 2023, 01:26 PM
কলকাতায় বড় পর্দার অভিনয়শিল্পী ও নির্মাতারা একে একে ভিড়ছেন ওটিটি প্ল্যাটফর্মে। সেই মিছিলে এবার শামিল হলেছেন কলকাতার সিনেমার ব্যস্ত অভিনেত্রী মিমি চক্রবর্তী।
আনন্দবাজার জানিয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ থেকে ওয়েব সিরিজে কাজের জন্য প্রস্তাব গিয়েছিল মিমির কাছে; তাতে রাজিও হয়েছেন তিনি।
আর মিমির বিপরীতে অভিনয় করছেন টালিগঞ্জের অভিনেতা টোটা রায়চৌধুরী। বলিউড নির্মাতা করণ জোহরের ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার দৌলতে যিনি এখন পরিচিত মিস্টার চ্যাটার্জি নামে।
তবে মিমির আগেই ওয়েব সিরিজে কাজের অভিজ্ঞতা হয়ে গেছে টোটার। স্তস্তিকা মুর্খাজির সঙ্গে টোটার প্রথম ওয়েব সিরিজ আসছে চলতি মাসেই।
মিমি এবং টোটাকে নিয়ে সিরিজ়টি পরিচালনা করবেন চন্দ্রাশিস রায়। চন্দ্রাশিস দীর্ঘ দিন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সহকারী হিসেবে কাজ করেছেন। এর আগে কোভিড মহামারীর সময় চন্দ্রাশিসের ‘নিরন্তর’ সিনেমা ওটিটতে মুক্তি পায়। যেখানে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সত্যম ভট্টাচার্য।
এর আগে মিমির ‘খেলা যখন’ সিনেমা মুক্তি পায় গত বছর। তবে বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি সিনেমাটি।
এবারে দুর্গাপূজার সময়ে মুক্তি পাবে মিমির নতুন সিনেমা ‘রক্তবীজ’। এ সিনেমায় মিমির নায়ক আবীর চট্টোপাধ্যায়।
নির্মাতা জুটি শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় ও নন্দিতা রায়ের পরিচালনায় ‘রক্তবীজে’ আরও অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচার্য, অম্বরীশ ভট্টাচার্য, দেবাশীষ ভট্টাচার্য।
শোকগ্রস্ত নুসরাত-যশ, পাশে মিমি