বরিশালে আয়োজিত ‘জয় বাংলা উৎসব’-এ যোগ দিয়ে রবীন্দ্রসংগীত গাইলেন ভারতের পার্লামেন্ট সদস্য, টালিগঞ্জের অভিনেত্রী মিমি চক্রবর্তী।
Published : 17 Jun 2022, 10:41 PM
বৃহস্পতিবার রাতে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানের মঞ্চে আয়োজিত এ উৎসবে সংগীত পরিবেশন করেন তিনি।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার পরাণ যাহা চায়-তুমি তাই, তুমি তাই গো’- পরিবেশনের পর প্রতুল মুখোপ্যাধ্যায়ের ‘আমি বাংলার গান গাই’ কণ্ঠে তোলেন মিমি। গানের পাশাপাশি বরিশালের প্রতি মুগ্ধতার কথাও বলেন।
গান পরিবেশনার পাশাপাশি ‘জয় বাংলা’ ও ‘দে তালি’ গানে নৃত্য পরিবেশন করেন ভারতের এই আইনপ্রণেতা।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন তমা মির্জা, নিরব, ইমন, লামিয়া, ফেরদৌস ও পূর্ণিমা, লুইপা, দোলা ও তাসনিম আনিকা। পরে মঞ্চে আসে ব্যান্ড দল নেমেসিস।
সবশেষে ‘তাপস অ্যান্ড ফ্রেন্ডস’-এর সাথে আগত শিল্পীদের মধ্যে চিশতি বাউল, বালাম, আরেফিন রুমি, ঐশী, লুইপা,পারভেজ, প্রতিক হাসান, দোলা, আনিকা, ডোরা, রেশমি, পূজা, শামিম, হাসিব, এবিডি, পূলক, প্রিয়, সাব্বির, তূর্য, শাফায়েত, তৌফিক, মুগ্ধসহ আরও অনেকে গান পরিবেশন করেছেন।