বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী হবে।
Published : 29 Jan 2025, 08:10 PM
ব্রিটিশ লেখক জর্জ অরওয়েলের লেখা 'অ্যানিমেল ফার্ম' নাটকটি ঢাকার মঞ্চে আনছে 'প্রাচ্যনাট স্কুল'।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী হবে।
নাটকটি সম্পাদনা, নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন জগন্ময় পাল।
প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ৪৭তম ব্যাচের সমাপনী প্রযোজনা হিসেবে 'অ্যানিমেল ফার্ম' নাটকটি মঞ্চস্থ করছে।
এদিন এই ব্যাচের সনদপত্র বিতরণ অনুষ্ঠান হবে এবং এতে অতিথি থাকবেন শিক্ষক ও থিয়েটার কর্মী সামিনা লুৎফা নিত্রা এবং লেখক ফিরোজ আহমেদ।
নাটকের প্রদর্শনী ছাড়াও মিলনায়তনের বাইরে থাকবে উন্মুক্ত পোস্টার প্রদর্শনী।
নাটকের নির্দেশক জগন্ময় পাল বলেন, "রাষ্ট্র কিংবা যে কোনো গোষ্ঠীর পরিচালনায় যারা থাকেন, তারা অধিকাংশই বনে যায় ফ্র্যাঙ্কেনস্টাইন। তারা সেবাকর্ম কিংবা মহান পরিচয়ের আড়ালে ক্ষমতা ও টাকার প্রলোভনে এক পৈশাচিক আনন্দে মাতোয়ারা হয় যার বৃদ্ধি চক্রবৃদ্ধি সুদের হারের মত।
"এসব থেকে মুক্তি অনেকটা মরীচিকার মত, তবুও দাসত্বের বিরুদ্ধে কেউ না কেউ এই অধিকার আদায়ের আন্দোলনে নিরন্তর স্বপ্ন বুনে যায়, নীরবে কিংবা শিনা টান টান করে।"
নাটকের সহকারী নির্দেশনায় আছেন শাহীন সাইদুর। কোরিওগ্রাফি করেছেন ডায়না ম্যারেলিন চৌধুরী এবং সঙ্গীত পরিচালনা করেছেন চার্লস চৌধুরী।
অনুবাদ ও রূপান্তরে সহায়তা করেছেন শাহ আলম চৌধুরী, খুররাম হুসাইন, সুরাইয়া আখতার জাহান, শরিফুল ইসলাম ভুঁইয়া, জর্জ অরওয়েল এবং সার্বিক তত্ত্বাবধানে আছেন শতাব্দী ওয়াদুদ।
‘অ্যানিমেল ফার্ম’ নাটকের কাহিনীতে দেখা যাবে ‘ম্যানর ফার্ম’ নামের এক খামারের মালিক মি. জোন্স পশুদের কোনো যত্ন নেয়নি। তার খামারের প্রতিটি পশুরই খাবারের অভাবে প্রায় জীর্ণশীর্ণ অবস্থা হয়ে দাঁড়ায়।
একদিন খামারের ‘বৃদ্ধ মেজর’ নামের সবচেয়ে জ্ঞানী এবং বয়স্ক শুকর একটি সভা ডাকে, যেখানে সব পশু গিয়ে হাজির হয়।
সভায় বৃদ্ধ মেজর পশুদের এই শোচনীয় অবস্থা থেকে মুক্তির কথা বলে, সে সব পশুকে ঐক্যবদ্ধ হয়ে মনুষ্যশ্রেণীর বিরুদ্ধে সংগ্রামের ডাক দেয়। সে এমন একটি খামারের স্বপ্ন দেখায়, যেখানে জোন্সের মত কোনো অত্যাচারী কোনো মালিকের চিহ্নই থাকবে না।
কিন্তু হঠাৎ করে একদিন মারা যায় বৃদ্ধ মেজর। তারপর এই বিপ্লবের নেতৃত্ব দেয় স্নোবল ও নেপোলিয়ন নামের ফার্মের আরও দুই বুদ্ধিমান শুকর।
এরপর একদিন সব পশু ঐক্যবদ্ধ হয়ে জোন্সের ওপরে হামলা চালিয়ে তাকে খামার থেকে তাড়িয়ে দেয়; এবং খামারের নাম বদলে রাখা হয় ‘অ্যানিমেল ফার্ম’।
তবে আন্দোলনের নেতৃত্ব দেওয়া পশুরা ফার্মের মালিককে তাড়াতে পারলেও স্বৈরাচারী আচরণ থেকে বের হতে পারে না। স্নোবল ও নেপোলিয়ন ক্ষমতা হাতে পেয়ে হয়ে ওঠে স্বেচ্ছাচারী স্বভাবের। সময় ও পরিস্থিতির পরিবর্তন হলেও অ্যানিমেল ফার্মের পশুদের দুরবস্থার যে কোনো বদল ঘটে না সেই গল্পই দেখা যাবে নাটকটিতে।
নাটকে অভিনয় করেছেন শিশির রায়, হৃদয় ঘোষ রাজীব, কাজী তানজীব আহসান তাওহীদ, তাপস সরকার, আদনান বুলবুল, মো.শামসুর রহমান সবুজ ,নোমান আহমেদ, অনসূয়া চক্রবর্তী, ওয়ালী উল্লাহ, মো.আব্দুস সালাম শ্যামল, সিফাত মাহমুদ, শাওন দাস আনন্দ, সপ্তর্ষি গুপ্ত, সুহা নূর শাহ, অতনু মল্লিক, সাদ হোসেন রিজভী, আদিত্য শেখ, হৃদয় ঘোষ রাজীব, নোমান আহমেদ, মালিহা ফাইরুজ ফারিন, শিশির রায়,ওরাকা বিন বাশার জুয়েল, চপল কান্তি দাস, আবু সালেহ মো.নাসিমসহ অনেকে।