যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে রোববার সন্ধ্যায় অস্কারের জমকালো আসরে সেরা এই পুরস্কার ঘোষণা করা হয়।
Published : 03 Mar 2025, 10:03 AM
‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় অভিনয়ের জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন অভিনেতা অ্যড্রিয়েন ব্রডি।
এছাড়া পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কিইরিন কালকেইন এবং পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী হয়েছেন জোয়ি সালডানা।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে রোববার সন্ধ্যায় অস্কারের জমকালো আসরে সেরা এই পুরস্কার ঘোষণা করা হয়।
সেরা অভিনেতার অস্কার জেতার মাধ্যমে মাত্র দুবার মনোননয়েই পুরস্কার জিতে রকের্ড গড়লেন ব্রডি।
ব্র্যাডি করবেট পরিচালিত দ্য ব্রুটালিস্ট’; শরণার্থীর জীবনের সংগ্রাম, তাদের স্বপ্ন, লড়াই ও নৈতিকতার টানাপোড়েনের গল্পে এগিয়ে গেছে। এই সিনেমায় হাঙ্গেরির গণহত্যা থেকে বেঁচে যাওয়া এক তরুণ স্থপতি মূল চরিত্, তার নাম লাভি।
যিনি সস্ত্রীক যুক্তরাষ্ট্রে গিয়ে তার ‘আমেরিকান ড্রিম’ বাস্তবায়ন করতে চায়। কিন্তু লাভির এই পরিচয় তৈরির পথটা জটিলতায় পূর্ণ। এই পথটা সহজ করতে হলে তার নৈতিকতা বিসর্জন দিতে হবে। যা দিতে
নারাজ লাভি। সিনেমার গল্পে শরণার্থীর জীবনের সংগ্রাম, তাদের স্বপ্ন, লড়াই ও নৈতিকতার দিকটি তুলে ধরেছেন নির্মাতা করবেট
অভিনেতা হিসেবে অ্যড্রিয়েন ব্রডির ক্যারিয়ারে নতুন বাঁকবদল এনে দেয় ‘দ্য ব্রুটালিস্ট’। ২০০২ সালে ‘দ্য পিয়ানিস্ট’ সিনেমার জন্য ২৯ বছর বয়সে সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে অস্কার জিতেছিলেন ব্রডি। পরের এতগুলো বছরে বলার মত তেমন কোনো কাজ নেই ব্রডির। ‘দ্য ব্রুটালিস্ট’ দিয়ে সেরা অভিনেতার পুরস্কার জেতা ব্রডির জন্যও তাই দুর্দান্ত ফেরা।
‘অ্যা রিয়েল পেইন’ সিনেমায় অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে নেওয়া কালকেইনের ক্যারিয়ার প্রয় দুই যুগের। তার এই পুরস্কার জেতা অনেকটা অনুমেয়ই ছিল। তবে ব্যক্তি জীবন নিয়ে মাঝে বিপত্তিতে ছিলেন তিনি, তাই অনেক কাজই ফিরিয়ে দিতে হয়েছে মাঝে। বলা হচ্ছে ‘অ্যা রিয়েল পেইন’ দিয়ে কালকেইন ফিরেছেন কক্ষপথে।
তিনি সিনেমার লেখক এবং পরিচালক জেসি আইজেনবার্গকে ধন্যবাদ জানিয়ে বলেন, "এই সিনেমার জন্য ধন্যবাদ, তুমি একজন প্রতিভা।“
জ্যাক অঁদিয়ারের ‘এমিলিয়া পেরেজে’ সিনেমার জোয়ি সালদানা আইনজীবীর চরিত্রে অভিনয় করে নজর কাড়া এক অভিনেত্রী।
হাতে অস্কারের ট্রফি নিয়ে পরিবারকে অস্কার উৎসর্গ করেন সালদানা। নিজেকে অভিবাসীর সন্তান গর্বিত বলে বর্ণনা করেছেন এই অভিনেত্রী।
তিনি বলেন, “আমি গর্বিত এবং অভিভূত। নারীর নীরব বীরত্ব এবং শক্তিকে স্বীকৃতি দেওয়ার জন্য একাডেমিকে ধন্যবাদ।
“আমি আমি অভিবাসী বাবা-মায়ের একজন গর্বিত সন্তান, এবং আমি ডোমিনিকান বংশোদ্ভূত প্রথম আমেরিকান যিনি একাডেমি পুরস্কার গ্রহণ করেছেন, এবং আমি জানি আমিই শেষ হব না।"
আরও পড়ুন
অস্কার ২০২৫: ডেমি মুর ফিরেছেন ফেরার মত, অন্যরা আলোচিত-সমালোচিত
একমাত্র অস্কার জয়ী কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হ্যালি বেরি এখন 'ক্লান্ত'
অস্কারের মনোনয়নে নাম আসা সিনেমাগুলো দেখা যাবে যেখানে
অস্কারের মনোনয়ন, ১৩ শাখায় নাম রেখে শীর্ষে 'এমিলিয়া পেরেজ'