ফেব্রুয়ারিতে রেমিটেন্স বেড়েছে ৪.৪৭%

একক মাসের হিসাবে আগের মাসের চেয়ে অনেক কমলেও অর্থবছরের প্রথম আট মাসের প্রবৃদ্ধি ৪ দশমিক ২৬ শতাংশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2023, 05:11 PM
Updated : 1 March 2023, 05:11 PM

ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের আয় পাঠানোর ধারা সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারিতেও ইতিবাচক রয়েছে; আগের বছরের একই মাসের চেয়ে বেড়েছে ৪ দশমিক ৪৭ শতাংশ।

চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসেও আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে ৪ দশমিক ২৬ শতাংশ। তবে আগের মাস জানুয়ারির চেয়ে রেমিটেন্স কমেছে ২০ দশমিক ২৯ শতাংশ।

বুধবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে প্রবাসীরা মোট ১৫৬ কোটি ১২ লাখ ডলার পাঠিয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারির চেয়ে তা ৬ কোটি ৬৭ লাখ ডলার বা ৪ দশমিক ৪৭ শতাংশ বেশি। আগের বছর ফেব্রুয়ারিতে রেমিটেন্স এসেছিল ১৪৯ কোটি ৪৪ লাখ ডলার।

অপরদিকে গত মাস ফেব্রুয়ারির প্রবাসী আয় এর আগের মাস জানুয়ারির চেয়ে ৩৯ কোটি ৭৬ লাখ ডলার বা ২০ দশমিক ২৯ শতাংশ কম। গত জানুয়ারিতে দেশে প্রবাসীরা ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার পাঠিয়েছিলেন। তবে ৩১ দিনের জানুয়ারি মাসের চেয়ে তিন দিন কম হওয়ায় ফেব্রুয়ারিতে রেমিটেন্স স্বাভাবিকভাবেই কম আসে বলে ব্যাংকাররা জানান।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে দেশে মোট রেমিটেন্স এসেছে এক হাজার ৪০১ কোটি ৩৩ লাখ ডলার। গত ২০২১-২২ অর্থবছরের একই সময়ে তা ছিল ১ হাজার ৩৪৪ কোটি ডলার। এ হিসাবে গত অর্থবছরের তুলনায় এবার প্রথম আট মাসে রেমিটেন্স বেড়েছে ৫৭ কোটি ৩৩ লাখ বা ৪ দশমিক ২৬ শতাংশ।

চলতি অর্থবছরের জুলাই ও অগাস্টে প্রতি মাসে দুই বিলিয়ন ডলারের বেশি এসেছিল প্রবাসী আয়। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে তা দেড় বিলিয়ন ডলারের ঘরে ছিল। গত জানুয়ারিতে তা দুই বিলিয়নের ঘর ছুইঁ ছুঁই করলেও ফেব্রুয়ারিতে কমে দেড় বিলিয়ন ডলারের ঘরে নামল।

বিভিন্ন কারণে ২০২১-২২ অর্থবছরে রেমিটেন্সে বড় ধাক্কা দেখা দেয়। আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১২ শতাংশ কমে মোট প্রবাসী আয় এসেছিল ২১ দশমিক ০৩ বিলিয়ন ডলার। এর আগের অর্থবছরে এসেছিল ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার; প্রবৃদ্ধি ছিল ৩৬ শতাংশ।