চলতি বছর এ পর্যন্ত মোট ৫৮৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে গেছেন চট্টগ্রাম জেলায়।
Published : 30 Sep 2022, 09:10 PM
চট্টগ্রাম নগরীতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে।
একদিন আগে বুধবার নগরীর একটি বেসরকারি ক্লিনিকে তার মৃত্যু হলেও শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়েছে।
মৃত মিজানুর রহমান (২৬) নগরীর কর্ণফুলী এলাকার বাসিন্দা বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।
তিনি বলেন, “তিনি ২৭ সেপ্টেম্বর মেডিকেল সেন্টারে ভর্তি হন। ২৮ সেপ্টেম্বর মারা যান। তবে তার মৃত্যুর তথ্য আমরা আজ জানতে পেরেছি।”
সেদিন চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুরও মৃত্যু হয়েছিল। এ নিয়ে ১০ দিনে ডেঙ্গুতে নগরীতে ৫ জনের মৃত্যু হল।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। চলতি বছর শুক্রবার পর্যন্ত জেলায় মোট ৫৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।
অগাস্টের শেষ সপ্তাহ থেকে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। সেপ্টেম্বরে তা আরও বেড়ে যায়। চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে প্রতিদিন গড়ে প্রায় ২০ জন করে নতুন রোগী শনাক্ত হয়।
শুক্রবার বিভিন্ন হাসপাতালে ১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন বলে জানান সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।
আরও খবর
চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, দিনে শনাক্ত ৩৩
ডেঙ্গু: চট্টগ্রামে এক দিনে ৩ মৃত্যু, মশক নিধন কার্যক্রম নিয়ে প্রশ্ন
চট্টগ্রামে ডায়রিয়া কমছে, বাড়ছে ডেঙ্গু
পরীক্ষায় দেখা গেল, চট্টগ্রামে ছিটানো কীটনাশকে মশা তেমন মরছে না