সেপ্টেম্বর মাসেই ৪০০ জনের দেহে ডেঙ্গু পাওয়া যায়।
Published : 28 Sep 2022, 08:14 PM
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে; জেলায় নতুন ৩৩ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
বুধবার সকালে নগরীর বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জেলা কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদৌস।
নিহত মিফতাহুল জান্নাত (৯) নগরীর আবেদিন কলোনির বাসিন্দা মঈনুল হকের সন্তান।
ওই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটি মঙ্গলবার রাতে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। আজ (বুধবার) সকালে মারা যায়।”
এর আগে ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীতে তিন নারীর মৃত্যু হয়েছিল। ফলে গত আটদিনে চারজনের মৃত্যু হল।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন ৩৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
চলতি বছর বুধবার পর্যন্ত জেলায় মোট ৫৩৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই ৪০০ জনের দেহে ডেঙ্গু পাওয়া যায়।
অগাস্টের শেষ সপ্তাহ থেকে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। সেপ্টেম্বরে তা আরও বাড়ে। মাসের তৃতীয় সপ্তাহ থেকে প্রতিদিন গড়ে প্রায় ২০ জন করে নতুন রোগী শনাক্ত হয়।
বুধবার বিভিন্ন হাসপাতালে ২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন বলে জানান সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।