নিবন্ধন করা যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
Published : 15 Jul 2023, 08:09 PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসবের জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম আহমেদ বলেন, “১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের যাত্রা শুরু হয়। এই মাসেই তার ৫০ বছর পূর্ণ হলো। এই উপলক্ষে আগামী ২৮ অক্টোবর আমরা সুবর্ণজয়ন্তী উৎসবের আয়োজন করেছি।
“সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে একটি দর্শন বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করা হয়েছে। এই কনফারেন্সে বিভিন্ন দেশের গবেষকেরা অংশগ্রহণ করবেন। এছাড়া যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষানবিশরাও নিজেদের গবেষণাপত্র সাবমিট করতে পারবে এখানে।”
সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের নিবন্ধন করা যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সভাপতি মোহাম্মদ আবদুল মান্নান, বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইকবাল শাহীন খান, ড. এফ এম এনায়েত হোসেন, ড. আকিকুল হক।