চট্টগ্রামে ট্রেনের সঙ্গে হিউম্যান হলারের ধাক্কা, চালক গ্রেপ্তার

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলেছে, ওইদিন ট্রেন যাবার বিষয়টি সে খেয়াল করেনি এবং গাড়ির ব্রেক কাজ না করায় দুর্ঘটনা ঘটেছে।”

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2023, 08:05 AM
Updated : 13 March 2023, 08:05 AM

চট্টগ্রামে ট্রেনের সঙ্গে হিউম্যান হলারের সংঘর্ষে রেলওয়ের পয়েন্টসম্যানসহ তিনজন নিহতের ঘটনায় সেই চার চাকার বাহনের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

খোরশেদ আলম খোকন নামের ৩৪ বছর বয়সী ওই ব্যক্তিকে রোববার রাত ১১টার দিকে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন উত্তর দাঁতমারা এলাকায় শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ।

খোকন কুমিল্লার নাঙ্গলকোট এলাকার তাজুল ইসলামের ছেলে। তিনি নগরীর বন্দরটিলা এলাকায় থাকতেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খোকন দুর্ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলেছে, ওইদিন ট্রেন যাবার বিষয়টি সে খেয়াল করেনি এবং গাড়ির ব্রেক কাজ না করায় দুর্ঘটনা ঘটেছে।”

Also Read: চট্টগ্রামে ট্রেন-হিউম্যান হলার সংঘর্ষে নিহত ৩

গত ৬ মার্চ রাতে নগরীর ইপিজেড থানাধীন এয়ারপোর্ট রোডের নিউমুরিং মেঘনা তেলের ডিপোর কাছে ট্রেনের খালি ওয়াগন যাওয়ার সময় এয়ারপোর্টের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি হিউম্যান হ্যলার পয়েন্টসম্যানের সিগন্যাল অমান্য করে এগিয়ে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা খায়।

এসময় পয়েন্টসম্যানসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।