ভুক্তভোগী কর্মকর্তা গ্রেপ্তার ব্যক্তির মাধ্যমে মোবাইল ফোনের ডিসপ্লে মেরামত করিয়েছিলেন।
Published : 09 Apr 2024, 07:18 PM
চট্টগ্রাম বন্দরের সাবেক এক কর্মকর্তা ও তার স্ত্রীর একান্ত ছবি প্রকাশের হুমকি দিয়ে টাকা চাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর বন্দর থানার ‘বন্দর নতুন মার্কেট’ থেকে সোমবার রাতে জাহাঙ্গীর হোসেন (৩৮) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ওই মার্কেটে তার মোবাইল ফোন মেরামতের একটি দোকান আছে এবং বন্দরের যান্ত্রিক বিভাগে আউট সোর্সিংয়ের ভিত্তিতে কাজ করেন।
সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২ এপ্রিল ওই কর্মকর্তার ফেইসবুক মেসেঞ্জারে ‘মো. খোকন’ নামে একটি আইডি থেকে স্ত্রীসহ তার একান্ত ছবি দিয়ে একটি মোবাইল নম্বরে যোগাযোগ করার কথা বলা হয়। অন্যথায় ছবিগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় ওই বন্দর কর্মকর্তা পরদিন বন্দর থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি কাউন্টার টেরোরিজম ইউনিটেও অভিযোগ করেন।
পরিদর্শক মাহফুজ বলেন, ওই কর্মকর্তার সঙ্গে কথা বলে জানতে পারি যে নম্বরটি যোগাযোগের জন্য দেওয়া হয়েছে সেটি জাহাঙ্গীরের ব্যবহৃত মোবাইল ফোন সেটে ব্যবহার করা হয়েছে। পরে শনাক্ত করা হয় জাহাঙ্গীর বন্দরে আউট সোর্সিংয়ের কাজ করেন। তার মাধ্যমে ভুক্তভোগী কর্মকর্তা মোবাইল ফোনের ডিসপ্লে মেরামত করিয়েছিলেন।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, সোমবার রাতে বন্দর মার্কেটের মোবাইল ফোন মেরামতের দোকান থেকে জাহাঙ্গীরকে আটকের পর তিনি ছবি পাঠিয়ে টাকা চাওয়ার কথা স্বীকার করেন।
এ ঘটনায় বন্দরের ওই কর্মকর্তা পর্নোগ্রাফি আইনের বন্দর থানায় একটি মামলা করেছেন। এতে জাহাঙ্গীরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।