খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে।
Published : 07 Jan 2024, 04:27 PM
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সরল ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীকে অবরুদ্ধ করে রাখার পাশাপাশি তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রোববার বেলা ৩টায় উত্তর সরল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে।
বিকেল চারটা ১৫ মিনিটের দিকে তিনি নেতাকর্মীদের নিয়ে কেন্দ্র থেকে বের হয়ে আসেন। এসময় তার সাথে কয়েক’শ নেতাকর্মী ছিল।
এই আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মুজিবুর রহমানের সমর্থকরা সংসদ সদস্যের উপর হামলা চালিয়ে অবরুদ্ধ করে বলে অভিযোগ করেন মোস্তাফিজুর রহমানের ব্যক্তিগত সহকারী একেএম মোস্তাফিজুর রহমান রাসেল।
রাসেল বলেন, “উত্তর সরল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের খবর পেয়ে এমপি মহোদয় সেখানে যান। এসময় ঈগল প্রতীকের লোকজন তার উপর হামলা চালিয়েছে। উনার মাথা ফেটেছে। সংসদ সদস্যের গাড়ি ভাংচুর করা হয়েছে। উনাকে উদ্ধারে বিজিবি সদস্যরা এসেছেন।”
ঘটনাস্থলে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার সাংবাদিকদের বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।”
তবে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানের ঈগল প্রতীকের কেন্দ্র তত্ত্বাধায়ক মানিক চৌধুরী সাংবাদিকদের বলেন, “শান্তিপূর্ণ নির্বাচন চলছিল। সংসদ সদস্য নিজে এসে কেন্দ্র দখল করার চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেয়। তিনি লোকজনকে ধমকালে উত্তেজিত লোকজন তার গাড়ি ভাঙচুর করেছে। এখানে ঈগল প্রতীকের কোনো সমর্থক ছিল না।”
এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী ছাড়া আওয়ামী লীগের দুই স্বতন্ত্র প্রার্থী আছেন। তারা হলেন ঈগল প্রতীকের মুজিবুর রহমান ও ট্রাক প্রতীকের আব্দুল্লাহ কবির।
মুজিবুর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আব্দুল্লাহ কবির দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য।
এর আগে দুপুরে বাঁশখালীর জলদি এলাকায় আশকারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোলযোগের অভিযোগে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল গফুরকে আটক করে পুলিশ।
এরপর বেলা সাড়ে ১১টার দিকে থানায় যান আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী। সেখানে ওসির সঙ্গে তার বাগবিতণ্ডা হয় বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।
তবে এ বিষয়ে জানতে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও ওসি তোফায়েল আহমেদকে ফোন করলেও তারা কল রিসিভ করেননি।
এদিকে বিকেল পৌনে চারটার দিকে ইসির সচিব জাহাংগীর আলম বিফ্রিংয়ে এ জানান, আচরণবিধি লঙ্ঘনের কারণে বাঁশখালীর বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের প্রার্থীতা বাতিল করা হয়েছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়েছিলেন বলে জানান ইসি সচিব৷
এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ছড়িয়ে পড়ে যাতে মোস্তাফিজকে বলতে শোনা যায়, তার লোকজনের গায়ে হাত দিলে হাত কেটে ফেলা হবে। বাঁশখালী থানার ওসির সঙ্গে ওই কথোপকথনের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলেও সে বিষয়ে ওসি তোফায়েল আহমেদ কোনো মন্তব্য করেননি।
এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন আচরণবিধি লঙ্ঘন করে বেশি লোকজন নিয়ে মনোনয়নপত্র জমা ও সাংবাদিকদের হয়রানি করার অভিযোগে আলোচনায় এসেছিলেন এ সংসদ সদস্য।