তিনি রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েলের স্থলাভিষিক্ত হলেন।
Published : 12 Aug 2024, 10:54 PM
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান।
তিনি সদ্য বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েলের স্থলাভিষিক্ত হয়েছেন বলে সোমবার বন্দরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পায়রা বন্দরের চেয়ারম্যান সোহায়েলকে ২০২৩ সালের ১২ এপ্রিল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দর চেয়ারম্যান পদে যোগদানের আগে নৌবাহিনীর কর্মকর্তা মনিরুজ্জামান বিএন ফ্লিট এর কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন।
এর আগে তিনি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক, ডিইডব্লিউ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, সেনা কল্যাণ সংস্থার ডিজিএমআইএস, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
কুষ্টিয়ায় জন্ম নেওয়া রিয়ার এডিমিরাল মনিরুজ্জামান ১৯৮৭ সালে কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাসের পর ১৯৮৮ সালে বাংলাদেশ নৌবাহিনীতে একজন অফিসার ক্যাডেট হিসেবে যোগদানের পর ১৯৯০ সালে নির্বাহী শাখায় কমিশন লাভ করেন।
কর্মজীবনে বিভিন্ন অপারেশনাল এসাইনমেন্টে জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে সফলভাবে দায়িত্ব পালন করেছেন তিনি।
চাকরিজীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, প্রতিষ্ঠান ও নৌসদর দপ্তরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। নৌবাহিনীর ফ্ল্যাগশিপ বিএনএস বঙ্গবন্ধুসহ বিভিন্ন ধরনের ফ্রন্ট লাইন জাহাজের কমান্ড করেন।
এছাড়া তিনি অগ্রগামী কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর ওয়েস্টার্ন ফ্লোটিলা কমান্ড করেছেন।
ডিরেক্টর পারসোনেল সার্ভিস (ডিপিএস), ডিরেক্টর ব্লু ইকোনমি (অ্যাডহক) এবং ডিরেক্টর নেভাল ট্রেনিং (ডিএনটি) হিসেবে তিনি নৌ সদর দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হলেন এম সোহায়েল, পায়রায় গোলাম সাদেক