দিনভর নগরীর রহমতগঞ্জ, চেরাগী পাহাড় ও মোমিন রোড এলাকায় চারটি দোকানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
Published : 23 Feb 2025, 10:09 PM
সংকট দেখিয়ে গুদাম ও বাসায় বোতলজাত সয়াবিন তেল মজুত এবং বেশি দামে বিক্রির অপরাধে চট্টগ্রামে দুটি দোকানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার নগরীর রহমতগঞ্জ, চেরাগী পাহাড় ও মোমিন রোড এলাকায় চারটি দোকানে অভিযান চালিয়ে রহমতগঞ্জের স্বপন স্টোরকে ১০ হাজার ও মোমিন রোডের শরিফ স্টোরকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো. ফয়েজ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শরিফ স্টোরে ভোজ্য তেলের সংকট দেখিয়ে গুদামে তেল মজুত এবং অধিক মূল্যে বিক্রির প্রমাণ মেলে। সেজন্য তাদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া র মালিকের বাসায় বোতলজাত সয়াবিন তেল মজুত এবং বোতলের গায়ের দাম মুছে বেশি দামে বিক্রি করায় হমতগঞ্জের স্বপন স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিভিন্ন কারণে মোমিন রোডের ঝাল বিতানকে ৩ হাজার টাকা, হক স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান ফয়েজ উল্লাহ।