সোমবার ভোর ৫টা থেকে উড়োজাহাজ ওঠানামাসহ অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে।
Published : 27 May 2024, 12:01 PM
ঘূর্ণিঝড় রেমালের বিপদ কেটে যাওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়েছে ১৭ ঘণ্টা পর।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, সোমাবার ভোর ৫টা থেকে উড়োজাহাজ ওঠানামাসহ অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে।
রেমালের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কারণে রোববার বিমানবন্দর কর্তৃপক্ষ বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করেছিল। সন্ধ্যার পর তা আরও ৯ ঘণ্টা বাড়িয়ে সোমবার ভোর ৫টা পর্যন্ত করা হয়।
চট্টগ্রাম ছাড়াও ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়েছিল কক্সবাজার বিমানবন্দরে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে দেশের মধ্যে চট্টগ্রাম এবং বরিশাল এবং দেশের বাইরে কলকাতা, সৌদি আরবের জেদ্দা এবং দুবাইয়ের কয়েকটি ফ্লাইটও বাতিল করে।
এদিকে রাত থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টির হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। সকাল সাড়ে ৯টার দিকে বৃষ্টির তীব্রতা কমে এলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছিল।
প্রবল ঘূর্ণিঝড় রেমাল রোববার রাতে খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের মাঝামাঝি এলাকা উপকূল অতিক্রম শুরু করে। পুরোপুরি স্থলভাগে উঠে আসার পর বৃষ্টি ঝরিয়ে শক্তি হারিয়ে এ ঝড় স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।
ঝড় দুর্বল হয়ে যাওয়ায় সংকেতও নামানো হয়েছে। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাপিবদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে।
পুরনো খবর:
ঘূর্ণিঝড় 'রেমাল': চট্টগ্রাম ও কক্সবাজারে ফ্লাইট ওঠানামা বন্ধ