তিনি বলেন, “আমি ন্যাপের কুঁড়েঘর মার্কার প্রার্থী হিসেবে নির্বাচনে আছি এবং শেষ পর্যন্ত আছি।”
Published : 19 Dec 2023, 08:02 PM
সাংবাদিকদের সঙ্গে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরীর মতবিনিময় সভায় উপস্থিত হয়েছিলেন ন্যাপের কুঁড়েঘর মার্কার প্রার্থী মিটুল দাশগুপ্ত।
আওয়ামী লীগের প্রার্থীর আমন্ত্রণে তিনি ওই সভায় গিয়েছিলেন জানিয়ে তিনি বলেছেন, ১৪ দলীয় জোটের শরিক হলেও ৭ জানুয়ারির নির্বাচনে তিনি দলীয় প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দ্বিতীয় দিন মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র্স ক্লাবে এই মতবিনিময় সভার আয়োজন করেন নওফেল। মঞ্চে মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মঞ্চের সামনে একটি টেবিলে সাংবাদিকদের সঙ্গে বসে ছিলেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) প্রার্থী মিটুল দাশগুপ্ত। সভার শেষ পর্যন্ত তিনি সেখানেই ছিলেন; সঙ্গে প্যাকেটে তার নির্বাচনী প্রচারপত্রও ছিল।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভায় উপস্থিত হওয়া প্রসঙ্গে ন্যাপ কেন্দ্রীয় কমিটির সদস্য মিটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগের প্রার্থী নওফেল সাহেব আমাকে সভায় আসার আমন্ত্রণ দিয়েছেন, সে কারণে এসেছি।”
এক প্রশ্নে তিনি বলেন, “আমি ন্যাপের কুঁড়েঘর মার্কার প্রার্থী হিসেবে নির্বাচনে আছি এবং শেষ পর্যন্ত আছি।”
নিজের মতবিনিময় সভায় ন্যাপের প্রার্থীর হাজির থাকা প্রসঙ্গে চৌধুরী নওফেল বলেন, ন্যাপের প্রার্থীকে দাওয়াত দিয়েছেন। ১৪ দলের ন্যাপ থেকে প্রতিদ্বন্দ্বি আছেন। প্রগতিশীল সংগঠন থেকে প্রার্থী থাকা ইতিবাচক।
“আমার বাবা কখনো একলা চলতেন না। মাননীয় প্রধানমন্ত্রীও ১৪ দল করেছেন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।”
৭ জানুয়ারি হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট সাত জন প্রার্থী।
নওফেল ও মিটুল ছাড়া অন্য প্রার্থীরা হলেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবু জাফর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, বাংলাদেশ কল্যাণ পার্টির মোহাম্মদ নুরুল হুসাইন, জাতীয় পার্টির সানজীদ রশীদ চৌধুরী ও তৃণমূল বিএনপির সুজিত সরকার।