সম্পর্ক স্থাপনের পর অভিযানে যাওয়ার কথা বলে এবং স্ত্রীর অসুখের কথা বলে চার দফায় ৯০ হাজার টাকা নেন।
Published : 17 Mar 2025, 05:55 PM
চট্টগ্রামে গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
নগরীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোববার রাতে তিনি ধরা পড়েন বলে পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান জানান।
৫৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম চম্পক বড়ুয়া।
ওসি বলেন, চম্পক নিজেকে গোয়েন্দা কর্মকর্তা ও বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন পরিচয়ে পপুলার ডায়াগনিস্টক সেন্টারের ব্যবস্থাপকের কাছ থেকে কয়েক দফা টাকা নেন। প্রতারণার বিষয়টি জানতে পেরে ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ তাকে ধরে থানায় নেয়। এরপর মামলা হলে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
পপুলার ডায়াগনস্টিকের সেন্টারের ব্যবস্থাপক ওয়ালী আশরাফ খাঁন তার বিরুদ্ধে মামলা করেন।
এজাহারে তিনি অভিযোগ করেন, গত ১০ ফেব্রুয়ারি চম্পক পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে নিজেকে বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ও প্রেষণে ডিজিএফআইয়ে কর্মরত বলে পরিচয় দেন। সম্পর্ক স্থাপনের পর অভিযানে যাওয়ার কথা বলে এবং স্ত্রীর অসুখের কথা বলে চার দফায় ৯০ হাজার টাকা নেন।
ওই ব্যক্তি গত ১২ মার্চ পুনরায় সেখানে গেলে এক রোগী চম্পককে চিনতে পেরে সতর্ক করেন। পরে ব্যবস্থাপক ওয়ালী খোঁজ নিয়ে জানতে পারেন ভুয়া পরিচয়ে প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এরপর রোববার সন্ধ্যায় চম্পক পুনরায় সেখানে গেলে তাকে আটক করে থানায় নেওয়া হয়।