বিদ্যুতের ছেঁড়া তারে মৃত্যু: রিকশাচালকের পরিবার পেল ক্ষতিপূরণ

ঘূর্ণিঝড় মোখায় চট্টগ্রামের অক্সিজেন মোড়ে মৃত্যু হয় ওই রিকশাচালকের

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2023, 02:49 PM
Updated : 5 June 2023, 02:49 PM

ঘূর্ণিঝড় মোখার মধ্যে চট্টগ্রামের অক্সিজেন মোড়ে বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে দগ্ধ হয়ে মারা যাওয়া রিকশাচালকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ টাকা হস্তান্তর করেছে বিদ্যুৎ বিভাগ। 

গত ১৪ মে নগরীর বায়েজিদ থানার অক্সিজেন মোড় এলাকায় রিকশাচালক মো. জাহেদ আলীর (৩৫) মৃত্যু হয়। ওই ঘটনায় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিদ্যুৎ বিভাগ থেকে নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেন। 

সোমবার জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত জাহেদ আলীর বাবা মো. মাহাতাব আলী ও স্ত্রী উম্মে কুলছুমের নামে সোনালী ব্যাংকের কোর্ট হিল শাখায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেয়া পাঁচ লাখ টাকার এফডিআর খোলা হয়েছে। 

চট্টগ্রামের জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল নিহত ব্যাক্তির পরিবারের হাতে এফডিআরের কাগজপত্র হস্তান্তর করেন। এ সময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হুছাইন মুহাম্মদ ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আরও খবর-

Also Read: চট্টগ্রামে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে রিকশাচালকের মৃত্যু

Also Read: প্রাণ হারানো রিকশাচালকের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা