চট্টগ্রামে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে রিকশাচালকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কয়েক ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2023, 03:04 PM
Updated : 14 May 2023, 03:04 PM

ঘূর্ণিঝড় মোখা’র মধ্যেই চট্টগ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তায় পড়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল পৌনে ১০টার দিকে বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন মোড়ে উপর থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে দগ্ধ হন জাহেদ আলী (৩৮)। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাহেদ লালমনিরহাটের আদিতমারীর মাহতাব আলীর ছেলে; বায়েজিদ থানার ট্যানারি বটতলে থাকতেন।

বায়েজিদ বোস্তামী থানার ওসি ফেরদৌস জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিকশা নিয়ে যাওয়ার পথে অক্সিজেন মোড়ের গাউছিয়া তোরণের পাশের একটি খাম্বা থেকে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়লে চালক জাহেদ দগ্ধ হন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়; সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটায় তার মৃত্যু হয় বলে জানান ওসি ফেরদৌস।