এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published : 22 Mar 2025, 04:56 PM
জমি নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের সাতকানিয়ায় এক যুবককে মারধরের পর ছুরিকাঘাতে মেরে ফেলার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পুরানগড় ইউনিয়নের ফকিরখীল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনার সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তির স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত সুবীর চক্রবর্তি ওই এলাকার মৃত অরুণ চক্রবর্তীর ছেলে। সুবীরের পুরানগড় ইউনিয়নের শীলঘাটা এলাকায় টেইলার্স রয়েছে।
সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় রুপক দাশ এবং তার পরিবারের সদস্যদের সাথে সুবীরদের পরিবারের জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে সুবীর ও তার বড়ভাই প্রবীর চক্রবর্তী মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
‘‘এসময় বাড়ির কাছে একটি ধর্মীয় অনুষ্ঠানে যাবার আগে রুপক ও তার পরিবারের লোকজন তাদের আটকে মারধর করে এবং সুবীরকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওসি জাহেদুল জানান, এই ঘটনায় সুবীরের বড়ভাই প্রবীরও আহত হয়েছেন। ঘটনার পরপর রুপক দাশ ও অন্যান্যরা পালিয়ে যান। পরে রুপকের স্ত্রীসহ তিন নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে পুলিশ জানিয়েছে।