সবশেষ ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে ৮৩ জন, যা এ বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্ত।
Published : 15 Oct 2022, 09:48 PM
ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার মারা যাওয়া ৯ বছর বয়সী শিশু নুসরাত নগরীর খুলশী এলাকার বাসিন্দা।
এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হল ১২। চলতি মাসের ১৫ দিনে জেলায় নতুন ৬৩০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যা গত সেপ্টেম্বরে আক্রান্তের মোট সংখ্যার চেয়েও বেশি।
এদিকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সবশেষ ২৪ ঘণ্টায় জেলায় এ বছরে একদিন সর্বোচ্চ ৮৩ জন রোগী শনাক্ত হয়েছে। এর আগে গত ৬ অক্টোবরের প্রতিবেদনে আগের ২৪ ঘণ্টায় ৫৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়, যা ছিল তখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা।
এ পর্যন্ত জেলায় ১৩৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে, যার মধ্যে ৭৭ জন এখনও বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।
বর্ষা মৌসুমের শেষে অগাস্টের মাঝামাঝি থেকে বৃষ্টি শুরু হলে ওই মাসের শেষ দিকে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। সেপ্টেম্বরে তা আরও বেড়ে যায়। গত মাসের তৃতীয় সপ্তাহ থেকে প্রতিদিন গড়ে ২০ জন করে নতুন রোগী শনাক্ত হয়।
সেপ্টেম্বরের শেষ ১০ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে নগরীতে পাঁচজনের মৃত্যু হয়। তাদের মধ্যে তিনজন নারী, একজন শিশু ও একজন যুবক।
আর চলতি অক্টোবরে তিনজনের মৃত্যু হলো। তাদের মধ্যে একজন নারী ও দু’জন শিশু।
চট্টগ্রামে একদিনে ৫৫ ডেঙ্গু রোগী শনাক্ত
চট্টগ্রামে কোভিড ও ডেঙ্গু দুটোই বাড়ছে
ডেঙ্গু: চট্টগ্রামে এক দিনে ৩ মৃত্যু, মশক নিধন কার্যক্রম নিয়ে প্রশ্ন
চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, দিনে শনাক্ত ৩৩