চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) গত মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়ে নাম পরিবর্তনের বিষয়টি জানায়।
Published : 09 Apr 2025, 09:55 PM
চট্টগ্রামে সড়ক থেকে শেখ হাসিনা এবং একটি পার্ক ও মিনি স্টেডিয়াম থেকে শেখ রাসেলের নাম বাদ দিয়েছে সিটি করপোরেশন।
চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) গত মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়ে নাম পরিবর্তনের বিষয়টি জানায়। তবে বিষয়টি বুধবার জানা যায়।
সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে আমাদের এ বিষয়ে জানানো হয়েছিল। এর প্রেক্ষিতে নির্ধারিত ফরমেটে আমরা তালিকা করে মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানিয়েছি।”
নাম পরিবর্তন হওয়া সড়ক ও স্থাপনার মধ্যে আছে নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বারিক বিল্ডিং পর্যন্ত শেখ হাসিনা সড়ক, আমবাগানে শেখ রাসেল পার্ক এবং উত্তর কাট্টলীতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম।
শেখ হাসিনা সড়কের নাম বদলে করা হয়েছে বিমান বন্দর সড়ক। বিমান বন্দর থেকে বারিক বিল্ডিং সড়কটির নাম একসময় ছিল এয়ারপোর্ট রোড। ২০২৩ সালের মার্চে এটির নাম বদলে 'শেখ হাসিনা সড়ক' করা হয়েছিল।
নগরীর আমবাগানের শেখ রাসেল পার্কটির নাম ২০২৪ সালের ১৯ নভেম্বর পরিবর্তন করে সিসিসি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে প্রথম নিহত হওয়া ওয়াসিম আকরামের নামে 'শহীদ ওয়াসিম' পার্ক নামকরণ করা হয়।
তবে উত্তর কাট্টলীর শেখ রাসেল মিনি স্টেডিয়ামটির নতুন নামকরণ এখনো হয়নি।
সিসিসির প্রতিবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ওই স্টেডিয়ামের নামফলক খুলে ফেলা হয়। বর্তমানে স্টেডিয়ামটির সংস্কার কাজ চলছে, সংস্কার শেষ হলে নতুন নামকরণ করা হবে।
এর আগে ১০ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সিসিসিকে দেওয়া এক চিঠিতে রাষ্ট্রীয় অর্থে প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা, সড়ক, পুরস্কার ও শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত চেয়ার ও কর্নারের নামকরণের ক্ষেত্রে বিগত ফ্যাসিস্ট সড়কের সাথে জড়িত ব্যক্তিবর্গের নাম পরিবর্তন সংক্রান্ত গৃহীত পদক্ষেপ বিষয়ে জানতে চাওয়া হয়।
এর আগে সিসিসি তাদের লোগো পরিবর্তন করেছে। লোগোতে থাকা নৌকা বাদ দেয় এই নগর সংস্থা।