গেল বছরের ৪ জুলাই সিএমপির ৩২তম কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন সাইফুল ইসলাম।
Published : 12 Feb 2025, 04:14 PM
চট্টগ্রাম নগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগর পুলিশের উপ-কমিশনার (ক্রাইম) রইছ উদ্দিন বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে চান্দগাঁও থানা এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় বুধবার ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাইফুল ইসলামকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।
গেল বছরের ৪ জুলাই সিএমপির ৩২তম কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন সাইফুল ইসলাম।
এর আগে তিনি এমআরটি পুলিশের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের পর পুলিশে রদবদলের মধ্যে সাইফুল ইসলামকেও চট্টগ্রাম থেকে বদলি হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামে সংঘাতে অন্তত ১০ জন নিহত হয়। এসব ঘটনায় থানা ও আদালতে অর্ধশতাধিক মামলা হয়। যেগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ চট্টগ্রামের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি পুলিশ কর্মকর্তাদেরও আসামি করা হয়।