জে এম এস গার্মেন্টসটি দুই মাস ধরে বন্ধ আছে, বলেন চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক।
Published : 22 Mar 2025, 05:22 PM
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) বন্ধ করে দেওয়া একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
চট্টগ্রাম ইপিজেড মোড়ে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে জে এম এস গার্মেন্টস নামের ওই প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শ্রমিকরা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এর ফলে সড়কে যানজট সৃষ্টি হয়।
চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জে এম এস গার্মেন্টসটি দুই মাস ধরে বন্ধ আছে।
তিনি বলেন, মালিকপক্ষ ফেব্রুয়ারিতে কয়েক দিন কারখানা খোলা রাখার পর বন্ধ করে রেখেছিল। মার্চ মাসে কর্তৃপক্ষ কারখানাটি লে-অফ ঘোষণা করে।
কারখানা বন্ধ করার পর ফেব্রুয়ারি ও মার্চের বেতন বৃহস্পতিবার শ্রমিক-কর্মচারিদের বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সেদিন কর্তৃপক্ষ তাদের পাওনা পরিশোধ করেনি বলে তুলে ধরেন আবদুস সোবহান ।
তিনি বলেন, এর জেরে শ্রমিকরা শনিবার সকালে এসে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ইপিজেড মোড়ে সড়কে বসে পড়েন। প্রায় ঘণ্টা তারা সেখানে বিক্ষোভ করেন।
ইপিজেডের নির্বাহী পরিচালক বলেন, “আমরা মালিকপক্ষের সাথে কথা বলেছি। ২৫ মার্চ তারা শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করবে বলে আশ্বাস দিয়েছে। মালিক পক্ষের আশ্বাসের বিষয় জানালে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান।”
ইপিজেড থানার ওসি মোহাম্মদ আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার শ্রমিকরা এক ঘণ্টার মত ইপিজেড মোড়ে সড়ক অবরোধ করেন। পরে মালিকপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।