এটি বহিঃনোঙর থেকে এক হাজার ৬০০ টন এমওপি সার বোঝাই করে কর্ণফুলী নদীতে এসেছিল।
Published : 11 Dec 2023, 05:37 PM
আমদানি করা সারসহ চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে গেছে একটি লাইটার জাহাজ। এতে নিখোঁজও রয়েছেন জাহাজটির এক সার্ভেয়ার।
কর্ণফুলী ডকইয়ার্ড সংলগ্ন মাঝ নদীতে রোববার রাতে সার বোঝায় এমভি মাকসুদা-২ নামে লাইটারেজটি ডুবে যায় বলে জানিয়েছেন সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ।
লাইটারেজ ডুবিতে আজিজুর রহমান (৪১) নামে এক সার্ভেয়ার নিখোঁজ রয়েছেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলার মধ্য ঘাগড়া গ্রামের বাসিন্দা।
লাইটারেজটি বহিঃনোঙর থেকে এক হাজার ৬০০ টন এমওপি সার বোঝাই করে কর্ণফুলী নদীতে এসেছিল। যেগুলো সোমবার সকালে খালাস করার কথা ছিল।
ওসি একরাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে নোঙর করে রাখা লাইটারেজটি তলা ফেটে ডুবে যায়। লাইটারেজে থাকা ১৩ জনের মধ্যে ১২ জন উঠতে পারলেও একজন সার্ভেয়ার নিখোঁজ রয়েছেন।
তাকে উদ্ধারের জন্য নৌ পুলিশ এবং ডুবে যাওয়া লাইটারেজ উদ্ধারের জন্য বন্দর ও মালিক পক্ষ কাজ করছে বলে জানান তিনি।
লাইটারেজ ডুবির পরও নদীতে নৌ চলাচল স্বাভাবিক আছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নৌ ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা হয়েছে। ইমার্জেন্সি বয়া স্থাপন করে দুর্ঘটনাস্থল চিহ্নিত করা হয়েছে, যাতে অন্য কোন নৌযানের সমস্যা না হয়।