“চিকিৎসকরা উনাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন,” বলেন জেলার জুয়েল।
Published : 13 Apr 2025, 05:12 PM
কারাবন্দি সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান জেলার মাসুদ হাসান জুয়েল।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাবেক ওই সাংসদ চেস্ট পেইন, উচ্চ ডায়াবেটিস, হাইপার টেনশনসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। সে কারণে চট্টগ্রাম কারাগার হাসপাতালের চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
“সেখানকার চিকিৎসকরা উনাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন।”
জামায়াতে ইসলামী ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া নদভী ২০১৪ সালে নৌকা প্রতীকে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে ২০১৮ সালেও তিনি সাংসদ হন। তবে গত বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের কাছে পরাজিত হন ।
রাজনৈতিক পটপরিবর্তনের পর নদভী গত ১৫ ডিসেম্বর ঢাকায় গ্রেপ্তার হন।