মালামাল তোলার সময় লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে যায়।
Published : 13 Apr 2025, 06:34 PM
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি লোহার রড উৎপাদনকারী প্রতিষ্ঠানে তার ছিঁড়ে লিফট নিচে পড়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার উপজেলার সুলতানা মনজিল এলাকায় জিপিএইচ ইস্পাত নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন- মোস্তফা (২৫) ও রিফাত (২৫)। মোস্তাফা সীতাকুণ্ডের ও রিফাত মিরসরাই উপজেলার বাসিন্দা।
তারা ঠিকাদারের মাধ্যমে নিয়োগ পাওয়া শ্রমিক বলে জানা গেছে।
সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারখানায় মালামাল তোলার সময় লিফটের তার ছিঁড়ে দুই শ্রমিক নিচে পড়ে যায়।
“সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে তাদের মৃত্যু হয়।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, বেলা সাড়ে ১২টার দিকে তাদেরকে হাসপাতালে আনার পর চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন ও রিফাতকে ভর্তি করান।
পরে চিকিৎসাধীন অবস্থায় রিফাতেরও মৃত্যু হয় বলে জানান তিনি।