“কোনো বিশেষ গোষ্ঠী প্রশাসনের সহায়তায় এ ঘটনা ঘটিয়েছে কিনা, তা তদন্ত করা দরকার।”
Published : 14 Apr 2025, 05:32 PM
চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের মঞ্চে হামলার দায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না বলে মনে করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।
সোমবার সকালে নগরীর সিআরবি এলাকায় বিক্ষোভ সমাবেশে জোটের নেতারা এ মন্তব্য করেন।
ডিসি হিলে হামলায় জড়িতদের বিচার দাবিতে এ সমাবেশ ডাকে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা শাখা।
সিপিবি চট্টগ্রাম জেলার সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূইয়া বলেন, “বর্ষবরণের আগের রাতে ডিসি হিলে মঞ্চ ভাংচুর ও হামলা পূর্বপরিকল্পিত। প্রশাসন এ পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে।”
তিনি বলেন, কোনো বিশেষ গোষ্ঠী প্রশাসনের সহায়তায় এ ধরনের ঘটনা ঘটিয়েছে কিনা, তা দ্রুত তদন্ত করে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনা দরকার।
"অথচ প্রশাসন তা না করে এবং যথাযথ নিরাপত্তার ব্যবস্থা না নিয়ে ডিসি হিলের বর্ষবরণ অনুষ্ঠান স্থগিত করার পরিস্থিতি তৈরি করে করেছে, যা নিন্দনীয় এবং দুরভিসন্ধিমূলক।"
বাসদ নেতা আল কাদেরি জয় বলেন, সমাজে দুষ্কৃতকারীদের প্রশ্রয় দিয়ে দেশের প্রগতিশীল,গণতান্ত্রিক ও সাংস্কৃতিক শক্তির ওপর আঘাত হানার সুযোগ করে দেওয়া হচ্ছে।
“সারা দেশে মব ভায়োলেন্স, নারী অবমাননা, ম্যূরাল ও ভাষ্কর্য ভাংচুর,মাজারে হামলার মত ঘটনার কোনো বিচার না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছেন; আড়ালে থেকে যাচ্ছেন উসকানিদাতারা।
"উপরন্তু বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রার মত ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাসের নাম পাল্টানো কিংবা চারুকলায় মোটিফ ভাঙচুরের ঘটনা আমাদের বাঙালি সংস্কৃতি, সমৃদ্ধ লোক ঐতিহ্য এবং জাতিগত অস্তিত্বের জন্য অশনি সংকেত।"
সমাবেশ থেকে ডিসি হিলে পহেলা বৈশাখ অনুষ্ঠানে হামলা ও ভাংচুরকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।
সমাবেশ অন্যদের মধ্যে বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক শফিউদ্দিন কবির আতিকও বক্তব্য রাখেন।