Published : 06 May 2025, 01:20 PM
গাজীপুর নগরের গাছায় ট্রাকচাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গাছা থানার হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ।
নিহত চম্পা বেগম (১৮) ওই এলাকার ইন্টারলুপ বিডি লিমিটেডের শ্রমিক ছিলেন। তিনি নেত্রকোণার হাররকান্দি গ্রামের আরফত আলীর মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাজে যাওয়ার সময় হারিকেন বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক চম্পাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশের কিছু শ্রমিক ও জনতা বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করেন।
এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে বেলা ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, তৈরি পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় অন্য শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।