Published : 06 May 2025, 04:27 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাপানের ঐতিহ্যবাহী পারফর্মিং আর্টের উপর বিশেষ লেকচার ডেমনস্ট্রেশন।
এই বিশেষ লেকচারে জাপানের ঐতিহ্যবাহী পরিবেশনকলা নোহ এবং কাবুকি থিয়েটারের উপর বিভিন্ন বিষয় উপস্থাপন করা হবে।
লেকচারটি পরিচালনা করবেন থিয়েটার পরিচালক ও গবেষক ভিক্টর নিঝেলস্কি।
ভিকটর জাপানি নোহ এবং কাবুকি থিয়েটারের প্রকাশভঙ্গি, ঐতিহ্য ও পারফরম্যান্স রীতির উপর গবেষণা করছেন। বর্তমানে তিনি রাশিয়ান ইন্সটিটিউট অব থিয়েটার আর্ট এর সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
এই বিশেষ আয়োজন তত্ত্বাবধান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ইসরাফিল শাহীন।
বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষ, সপ্তম সেমিস্টারের ৪০৩ নম্বর কোর্স 'পারফরম্যান্স তত্ত্বের’ অংশ হিসেবে এই লেকচার-ডেমনস্ট্রেশন অনুষ্ঠিত হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ইসরাফিল শাহীন।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট, দুইটি পৃথক সেশনে এই আয়োজনটি হবে।
জাপানের প্রাচীনতম পারফরম্যান্স শিল্পগুলো নিয়ে সরাসরি একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞের উপস্থাপনা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এক ‘বিরল অভিজ্ঞতা’ হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
নোহ ও কাবুকি জাপানের ঐতিহ্যবাহী লোকনাট্যের প্রতিনিধিত্বকারী নাট্য ফর্ম। পঞ্চদশ শতাব্দীতে উৎপত্তি হয়ে আজ পর্যন্ত টিকে আছে শিল্পকলার এই ফর্ম দুটি। এগুলোর মাধ্যমে বুদ্ধের আরাধনা করা হয়। বিভিন্ন মুখোশের ব্যবহার এই নাট্যরীতিতে এক কাব্যিক রহস্যময়তা সৃষ্টি করে।