সিআরবিতে তুলনামূলক কম জনসমাগম হয়েছে।
Published : 14 Apr 2025, 02:37 PM
বিভিন্ন আয়োজনে চট্টগ্রামে হচ্ছে বাংলা নববর্ষ বরণ। তবে এবারের আয়োজনে অন্যান্য বছরের তুলনায় জনসমাগম কম দেখা গেছে।
সোমবার সকাল থেকেই নগরীর সিআরবি শিরিষ তলা এবং জেলা শিল্পকলা একাডেমিতে বর্ষবরণের নানা আয়োজন ছিল।
সিআরবির শিরীষতলায় সকাল সাড়ে ৭টা থেকে নববর্ষ উদ্যাপন পরিষদের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। বর্ষবরণ ও বিদায়ে দুইদিনের অনুষ্ঠানের আয়োজন করে তারা।
ভায়োলিনিস্ট চিটাগংয়ের সমবেত বেহালা বাদনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণের অনুষ্ঠান শুরু হয়।
আনন্দী সংগীত একাডেমি, সংগীত ভবন, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, সুরসাধনা, নজরুলসংগীত শিল্পী সংস্থা, শ্রুতিনন্দন, নটরাজ ইত্যাদি সংগঠন তাদের দলীয় পরিবেশনায় অংশ নেয়।
আবৃত্তি পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, তারুণ্যের উচ্ছ্বাসসহ বিভিন্ন সংগঠন।
সিআরবিতে পহেলা বৈশাখে যতো লোক সমাগম হয়ে থাকে তা এবছর ছিল অনেক কম।
বর্ষবরণের আগেরদিন রাতে নগরীর ডিসি হিলে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের মঞ্চ ভাংচুরের পর সেখানকার অনুষ্ঠান বাতিল হয়ে যায়। ওই ঘটনার জেরে সিআরবির অনুষ্ঠানে লোক সমাগম কম হয়েছে বলে ধারণা করছেন অনেকেই।
সিআরবি এলাকায় আসা দর্শনার্থী সুব্রত বড়ুয়া বলেন, “ডিসি হিলে অনুষ্ঠান না হওয়ার কারণে এখানে ভিড় অনেক হবে ভেবেছিলাম। কিন্তু ভিড় অন্যান্যবারের চেয়ে কম দেখছি।
“ডিসি হিলের ঘটনার কারণে সমাগম কম হয়ে থাকতে পারে।”
এদিকে সিআরবির বর্ষবরণের অনুষ্ঠান বিকাল ৫টা পর্যন্ত চলবে বলে জানান নববর্ষ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ফারুক তাহের।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লোকসমাগম অন্যবারের চেয়ে কম হলেও সাধারণ মানুষ আসছে এবং নতুন বছরের আনন্দে মাতছে। তাদের অনুষ্ঠানে কোনো সংগঠন নিয়ে বিধিনিষেধ নেই।
এদিকে মঞ্চ ভাংচুর ও হামলার ঘটনার পর দীর্ঘ ৪৬ বছর ধরে হয়ে আসা নগরীর ডিসি হিলে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের বর্ষবরণ অনুষ্ঠান হচ্ছে না। তবে সোমবার সকাল থেকে সাধারণ মানুষ নতুন জামা কাপড় পড়ে ডিসি হিলে ভিড় জমায়। বেলা বাড়ার সাথে সাথে সেখানে ভিড়ও বাড়তে থাকে।
ডিসি হিলে আসা শামসুল আরেফিন বলেন, “এখানে প্রোগ্রাম হচ্ছে না শুনেছি, তার পরও প্রতি বছর পহেলা বৈশাখে এখানে আসতাম। তাই বন্ধুদের সাথে এখানে চলে এসেছি।”
আরেকজন বললেন, “ডিসি হিলের পহেলা বৈশাখের অনুষ্ঠান দীর্ঘদিনের ঐতিহ্য। এবারে এখানে অনুষ্ঠান না-হওয়া দুঃখজনক।”
এদিকে নগরীর শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ উপলক্ষে অনুষ্ঠান মালার আযোজন করা হয়।
নগরীর নন্দনকাননে শিশুদের সাংস্কৃতিক জগত ফুলকি'র আয়োজনে চলছে ছোটদের বৈশাখী মেলা। তিন দিনের আয়োজনের শেষ দিনে সোমবার ছিল গান, আবৃত্তি, নাচসহ নানা আয়োজন।