গ্রেপ্তার শিক্ষকের বাড়ি কক্সবাজারের রামুতে। এক অভিভাবক তার বিরুদ্ধে মামলা করেছেন।
Published : 13 Apr 2025, 07:12 PM
চট্টগ্রামে ছাত্রকে যৌন নির্যাতন করার অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সানোয়ারা আবাসিক এলাকার দারুস সালাম মাদ্রাসা ও হেফজখানা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আমিন ওই মাদ্রাসার শিক্ষক। তার বাড়ি কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল এলাকায়।
অভিযোগের বিষয়ে চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হেফজ বিভাগের শ্রেণিকক্ষে শনিবার রাতে আমিন ওই শিক্ষার্থীকে বলাৎকার করে।
“অভিযোগ পেয়ে পুলিশ মাদ্রাসা থেকে আমিনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ওই শিক্ষার্থীর মা মামলা করেছেন।”