রাষ্ট্রদূত জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন।
Published : 15 Apr 2025, 01:33 AM
ব্রাজিলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি।
সোমবার রাজধানী ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে ছিল নানা সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী খাবার ও খেলাধুলা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানের শুরুতে নববর্ষ উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা। তারপর ‘এসো হে বৈশাখ’ গানটি সমবেত কণ্ঠে পরিবেশনের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়।
দূতাবাস প্রাঙ্গণকে রঙিন আলপনা, বেলুন, ফেস্টুন, পোস্টার ও ফুল দিয়ে সাজানো হয়। বাঙালি ঐতিহ্য তুলে ধরতে আয়োজনে ছিল বৈচিত্র্যময় পোশাক, হস্তশিল্পের প্রদর্শনী, পিঠা ও মিষ্টান্নের পসরা এবং পান্তা-ইলিশের খাবারের স্টল।
রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা তার শুভেচ্ছা বক্তব্যে বাংলা নববর্ষকে তাৎপর্যপূর্ণ সাংস্কৃতিক উৎসব হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, “বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। প্রবাসেও আমরা এই উৎসব প্রাণবন্তভাবে উদযাপন করে আমাদের শিকড়ের সঙ্গে সংযোগ ধরে রাখছি।”
তিনি প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানান এই আয়োজনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য। পাশাপাশি তিনি অভিভাবকদের প্রতি ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
রাষ্ট্রদূত জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন।
অনুষ্ঠানে ছিল নানা ধরনের খেলাধুলার আয়োজন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রদূত।
বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় নাচ, গান ও কবিতা আবৃত্তি। শিশু-কিশোরদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
এ আয়োজন বিদেশি অতিথিদের মাঝেও উৎসাহ ও প্রশংসা কুড়ায়। নাচ, গান ও দেশীয় খাবার উপভোগের মধ্য দিয়ে উৎসবমুখর দিন উদযাপন করেন সবাই।