দুই মাসের মধ্যে চট্টগ্রাম চিড়িয়াখানার জন্য আনা হবে এক জোড়া সিংহ, উট, লামা, ম্যাকাও, ক্যাঙ্গারু ও ওয়াইল্ড বিস্ট।
Published : 30 Aug 2022, 11:52 AM
এক মাস আগে চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘ জুটি রাজ-পরী ঘরে যে চারটি সাদা শাবকের জন্ম হয়েছিল, তাদের মধ্যে তিনটি ছেলে, একটি মেয়ে।
চার ছানার লিঙ্গ নির্ধারণের পর সোমবার এ তথ্য জানান চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত ডেপুটি কিউরেটর ও চিকিৎসক ডা. শাহাদাত হোসেন শুভ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাঘিনীর নাম হালদা। বাঘ তিনটির নাম পদ্মা, মেঘনা ও সাঙ্গু। জন্মের পরপরই চার নদীর নামে তাদের নাম রাখা হয়। এখন লিঙ্গ নির্ধারণ হল। দর্শনার্থীরা এখন তাদের দেখার সুযোগ পাচ্ছেন।”
ছোট্ট চার শাবককে নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখায় সাদা বাঘের সংখ্যা দাঁড়াল পাঁচটিতে। তাতে ভবিষ্যতে আরো সাদা বাঘ পাওয়ার সম্ভাবনা বাড়ল বলে মনে করেন ডেপুটি কিউরেটর।
চিড়িয়াখানা পরিচালনা পর্ষদের সভাপতি, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মোমিনুর রহমান বলেন, “বাংলাদেশে কোনো চিড়িয়াখানায় একসঙ্গে চারটি সাদা বাঘের জন্ম এই প্রথম। সাদা বাঘের সংখ্যার দিক থেকেও দেশের সব চিড়িয়াখানার মধ্যে এগিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানা।”
সোমবার চিড়িয়াখানার জন্য ই-টিকেটিং ব্যবস্থার উদ্বোধন করেন জেলা প্রশাসক। দেশের চিড়িয়াখানা ও সাফারি পার্কগুলোর মধ্যে চট্টগ্রামেই প্রথম এ ব্যবস্থা চালু হল।
শাহাদাত হোসেন শুভ বলেন, ই-টিকেটিং চালু হওয়ায় ঘরে বসেই চিড়িয়াখানার টিকেট কাটা যাবে ওয়েবসাইট (www.chittagongzoo.gov.bd) থেকে।
চট্টগ্রাম চিড়িয়াখানার জন্য আগামী দুই মাসের মধ্যে এক জোড়া সিংহ, উট, লামা, ম্যাকাও, ক্যাঙ্গারু ও ওয়াইল্ড বিস্ট আনা হবে বলে জানান ডেপুটি কিউরেটর।
ইতোমধ্যে চট্টগ্রাম চিড়িয়াখানার ইউনিট-২ হিসেবে জঙ্গল সলিমপুরে নাইট সাফারি পার্ক করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। নতুন আনা ছয় জোড়া প্রাণি সাফারি পার্কে রাখা হবে বলে সোমবারের অনুষ্ঠানে জানান তিনি।
১৯৮৯ সালে ফয়’স লেক এলাকায় ছয় একর জায়গা নিয়ে নির্মিত চট্টগ্রাম চিড়িয়াখানায় ৬৬ প্রজাতির মোট ৬২০টি প্রাণি আছে। এই চিড়িয়াখানা পরিচালনা করে জেলা প্রশাসন।
দীর্ঘদিন বাঘহীন থাকার পর ২০১৬ সালের ৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে বেঙ্গল টাইগার প্রজাতির ১১ মাস বয়সী রাজ এবং ৯ মাস বয়সী পরীকে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়।
পশু সরবরাহকারী ঠিকাদার কোম্পানি ফ্যালকন ট্রেডার্সের মাধ্যমে ৩৩ লাখ টাকায় বাঘ দুটি কেনা হয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার ক্যাপটিভ ব্রিডিং কোম্পানি ‘মেফুয়ানে গেইম রিসোর্ট’ থেকে।
২০১৮ সালের ১৯ জুলাই এ বাঘ যুগল জন্ম দেয় তিন সন্তানের। এর মধ্যে একটি ছানা পরদিনই মারা যায়। বেঁচে থাকা দুটির মধ্যে একটি কমলা-কালো ডোরা কাটা, অন্যটি সাদা-কালো। শুভ্রা নামের সাদা-কালো বাঘটিই দেশের প্রথম সাদা বাঘ বলা হয়।
এরপর গত ৩০ জুলাই রাজ-পরীর ঘরে আরও চারটি সাদা বাঘের জন্ম হয়। চিড়িয়াখানায় এখন মোট বাঘ ১৬টি। যার মধ্যে পাঁচটিই সাদা।