রাজ-পরীর ঘরে একসঙ্গে ৪ অতিথি

সব মিলিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১৬টিতে, যার মধ্যে পাঁচটি সাদা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2022, 12:56 PM
Updated : 31 July 2022, 12:56 PM

আরও চারটি সাদা বাঘের জন্ম হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়।

রাজ-পরী দম্পতির ঘরে শনিবার এ চারটি সাদা বাঘ শাবকের জন্ম হয় বলে জানিয়েছেন চিড়িয়াখানার ভারপ্রাপ্ত ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাত হোসেন শুভ।

সব মিলিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১৬টিতে, যার মধ্যে পাঁচটি সাদা।

চিকিৎসক শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাবকগুলো এখনও মায়ের সাথে আছে। তাই তাদের লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি।”

তিনি বলেন, “ক্যাপটিভ ব্রিডিংয়ের (চিড়িয়াখানা অথবা সাফারি পার্কে বাচ্চা দেওয়া) একটি সমস্যা হলো জন্মের পর বাচ্চাকে মা দুধ দেয় না। তবে শনিবার জন্ম নেওয়া শাবকগুলোকে তাদের মা দুধ দিচ্ছে।”

খাঁচায় সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে শাবকগুলোর বিষয়ে নজর রাখা হচ্ছে বলে জানান তিনি।

এর আগে মায়ের কাছ থেকে দুধ না পাওয়ায় দুইটি বাঘকে খাঁচার বাইরে এনে বড় করা হয়েছিল।

দীর্ঘদিন বাঘহীন থাকার পর ২০১৬ সালের ৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ১১ ও ৯ মাস বয়সী একটি বাঘ ও একটি বাঘিনী আনা হয়েছিল চট্টগ্রাম চিড়িয়াখানায়; যেগুলোর নাম দেওয়া হয়েছিল রাজ-পরী।

২০১৮ সালের ১৯ জুলাই বাঘ দম্পতি জন্ম দেয় তিনটি সন্তানের। এরমধ্যে একটি ছানা পরদিন ২০ জুলাই মারা যায়।

বেঁচে থাকা দুটি ছানার মধ্যে একটি কমলা-কালো ডোরা আর অন্য সাদা-কালো (এলবিনো)। সাদা কালো বাঘটির নাম দেওয়া হয়েছিল শুভ্রা, যেটিকে দেশের প্রথম সাদা বাঘ বলা হয়ে থাকে।

Also Read: ভিন্নতায় অনন্য রাজ-পরীর ছানা