“আমরা এসির তাপমাত্রা যদি ২৫ ডিগ্রিতে রাখতে পারি, তাহলে ১ থেকে ২ হাজার মেগাওয়াট চাহিদা কমবে। অনেকেই এটি করছেন না।”
Published : 12 Apr 2025, 12:18 AM
এবার গরমের মধ্যে লোড শেডিং হলে আগে ঢাকায় হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবীর খান।
শুক্রবার সন্ধ্যায় রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরে এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, “সামনের গরমে যাতে লোডশেডিং কম হয়, সেজন্য সরকার কাজ করছে। লোডশেডিং যদি হয় ঢাকাতে প্রথম হবে এবং তারপর অন্যান্য জায়গায় হবে। আগের মত শুধু গ্রামে হবে না।”
তিনি বলেন, বিদ্যুৎ দুটি কারণে চলে যেতে পারে। বিদ্যুতের উৎপাদন নাই, আরেকটা হতে পারে বিদ্যুতের ফিউজ চলে গেল বা ট্রান্সফরমার চলে গেল; ঝড়ে একটা লাইন ইয়ে হয়ে গেল, সেটা বিদ্যুৎ বিভ্রাট।
ফাওজুল কবীর খান বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অনেক বিষয়ের ওপর নির্ভর করে। রমজানের মত বিদ্যুৎ সরবরাহ হয়ত সম্ভব হবে না। সেসময় আমরা চেষ্টা করেছিলাম যাতে লোডশেডিং কম হয়। তারপরও কোনো কোনো এলাকায় বিদ্যুৎ ছিল না। তবে আমরা চেষ্টা করব।
তিনি বলেন, আমরা এসির তাপমাত্রা যদি ২৫ ডিগ্রিতে রাখতে পারি, তাহলে ১ থেকে ২ হাজার মেগাওয়াট ডিমান্ড কমবে। অনেকেই এটি করছেন না। জনগণকে সচেতন হতে হবে।
চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা আগের তুলনায় কমবে মন্তব্য করে উপদেষ্টা বলেন, “জলাবদ্ধতা অনেক কিছুর ওপর নির্ভর করে। বৃষ্টি কেমন হবে তা অনেক বড় ফ্যাক্টর। তবে দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।”
তিনি বলেন, কিছুদিন আগে খাল পরিষ্কার করা হলেও সেখানে আবার ময়লা আবর্জনা ফেলা হচ্ছে।
উপদেষ্টা ফাওজুল কবীর খান দুর্ঘটনা প্রবণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয়লেনে উন্নীতকরণের বিষয়ে আশার কথা শোনান।
তিনি বলেন, এই মহাসড়ক ছয় লেন করা হবে। তবে তা সময় সাপেক্ষ। জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ দিতে হব। সব মিলিয়ে কয়ে কবছর লেগে যাবে।