১৪ কোটি ৬৩ লাখ টাকা ঋণের অর্থ আদায়ে ব্যাংক এশিয়ার আবেদনে ইউসিবিতে আরামিট সিমেন্টের ওই হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে আদালত।
Published : 14 Jan 2025, 12:13 AM
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পরিবারের নিয়ন্ত্রণে থাকা আরামিট সিমেন্ট পিএলসির একটি ব্যাংকের হিসাব স্থগিতের আদেশ দিয়েছে চট্টগ্রামের অর্থঋণ আদালত।
খেলাপি ঋণ আদায়ে ব্যাংক এশিয়ার একটি আবেদনের শুনানি করে বিচারক মুজাহিদুর রহমান সোমবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) থাকা আরামিট সিমেন্টের ওই অ্যাকাউন্ট স্থগিত রাখতে বলেন।
অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) বহদ্দারহাট শাখায় আরামিট সিমেন্টের হিসাবটির যাবতীয় লেনদেন স্থগিত এবং এক বছরের বিবরণী দাখিল করতে ওই শাখার ব্যবস্থাপককে নির্দেশ দিয়েছে আদালত।
ব্যাংক এশিয়ার চট্টগ্রাম আগ্রাবাদ শাখা থেকে আরামিট সিমেন্টের নামের ১৪ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার টাকা ঋণ নেওয়া হয়, যার বিপরীতে কোনো সম্পত্তি বন্ধক নেই। ঋণের অর্থ আদায়ে ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ অর্থঋণ আদালতে মামলা করে।
ব্যাংক এশিয়ার করা আবেদনে বলা হয়, “গত ৫ অগাস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর বিবাদীরা দেশত্যাগ করেছে বলে শোনা গেছে। এ অবস্থায় হিসাবটি স্থগিত না করা হলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাওনা আদায় অসম্ভব হয়ে পড়বে।"
আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আরামিট সিমেন্ট পিএলসির একজন শেয়ার হোল্ডার। তার স্ত্রী রুকমিলা জামান কোম্পানির এমডি। শিল্পগোষ্ঠী আরামিট গ্রুপ ছাড়াও জাবেদের পারিবারিক বিভিন্ন ব্যবসা রয়েছে।
জাবেদ ও রুকমিলা ছাড়াও আরামিট সিমেন্টের চেয়ারম্যান এস এম আলমগীর চৌধুরী, পরিচালক ওয়ারাসুজ্জামান চৌধুরী, খোরশেদুল আলম, হাবিব উল্লাহ ও শফিকুল ইসলাম ও আরামিট পিএলসিকে এ মামলায় আসামি করা হয়েছে।
একসময় ইউসিবির চেয়ারম্যান ছিলেন সাবেক ভূমিমন্ত্রী জাবেদ। তিনি মন্ত্রী হওয়ার পর তার স্ত্রী রুকমিলা জামান এ ব্যাংকের চেয়ারম্যান হন। তবে সরকারে পালাবদলের পর কর্মকর্তাদের একাংশের বিক্ষোভের মধ্যে ইউসিবির চেয়ারম্যান পদে পরিবর্তন আসে।
গত ১২ অগাস্ট সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলার ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেয় বাংলাদেশ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সাইফুজ্জামান চৌধুরীর দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যদিও ক্ষমতার পটপরিবর্তনের সময় থেকেই তার হদিস মিলছে না।
আরও পড়ুন-
সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ